আয়ন কাকে বলে?

ধনাত্মক ও ঋনাত্মক চার্জযুক্ত পরমাণু বা অনু কে আয়ন বলে। যেমন, Na+, Cl-, +CH3, +C6H5 ইত্যাদি। বন্ধনের বিষম ভাঙ্গনের ফলে আয়নের সৃষ্টি হয়।

একই ধরনের অন্যান্য প্রশ্ন –

কার্বোক্যাটায়ন বা কার্বোনিয়াম আয়ন কি? উদাহরন দাও।

ইলেকট্রোফাইল বা ইলেকট্রোফিলিক বিকারক এবং নিউক্লিওফাইল বা নিউক্লিওফিলিক বিকারক কি?