অজৈব বেনজিন কাকে বলে?

বোরাজিন বা বোরাজল নামক নন-পোলার চাক্রিক অজৈব যৌগ কে অজৈব বেনজিন বলে। এর সংকেত B3H6N3 এর গাঠনিক সংকেত নিম্নরূপ –

বোরাজিন কে অজৈব বেনজিন কেন বলা হয়

১. বোরাজিন বেনজিনের আইসোস্ট্রাকচার অর্থাৎ একই রকম গঠন এবং

২. বোরাজিন বেনজিনের আইসোইলেক্ট্রোনিক অর্থাৎ বোরাজিনের ইলেকট্রন সংখ্যা বেনজিনের ইলেকট্রন সংখ্যা সমান।

এজন্য বোরাজিনকে অজৈব বেনজিন বলা হয়।

বোরাজিনের প্রস্তুতি

ডাইবোরেন (B2H6) এবং অ্যামোনিয়ার (NH3) ১:২ মিশ্রণকে 250°-300°C তাপমাত্রায় উত্তপ্ত করলে বোরাজিন উৎপন্ন হয়-

3 B2H6 + 6 NH3 → 2 B3H6N3 + 12 H2

বোরাজিনের অ্যারোমেটিসিটি বা অ্যারোম্যাটিকত্ব

বোরাজিন হাকেল নীতি মেনে চলে। কিন্তু বোরন ও নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থাকায় বোরন-নাইট্রোজেন বন্ধন পোলারিত হয়ে যায় ফলে ইলেকট্রনের ডিলোকালাইজেশন বেনজিনের মত ভালো হয় না। এজন্য বোরাজিন দুর্বল অ্যারোমেটিসিটি প্রদর্শন করে।

অজৈব বেনজিন কাকে বলা হয়?

একই ধরনের অন্যান্য প্রশ্ন –

অজৈব এসিড কাকে বলে?