অজৈব এসিড কাকে বলে?
যে সকল এসিডের অনুতে জৈব কার্বন পরমাণু থাকে না তাদের অজৈব এসিড বলে। অজৈব এসিড বিভিন্ন অজৈব যৌগ হতে প্রস্তুত করা হয়। অজৈব এসিড পানিতে প্রোটন দান করতে পারে এবং ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি তৈরি করে।
উদাহরণ: হাইড্রোক্লোরিক এসিড (HCl), সালফিউরিক এসিড (H2SO4), নাইট্রিক এসিড (HNO3), ফরফোরিক এসিড (H3PO4) ইত্যাদি।
এসিড সম্পর্কিত অন্যান্য প্রশ্ন –