হেক্সামিন কি?
হেক্সামিথিলিনটেট্রাঅ্যামিন কে হেক্সামিন বলে। এর সংকেত (CH2)6N4। এটি মিথান্যামিন বা ইউরোট্রপিন নামেও পরিচিত। এটি একটি খাচা সদৃশ সাইক্লিক জৈব পলিমার । জৈব যৌগ হলেও এটি পানিতে এবং পোলার জৈব দ্রাবক সমূহে দ্রবীভূত হয়।
হেক্সামিন প্রস্তুতি
ফরমালডিহাইড বা মিথান্যাল এর 40% জলীয় দ্রবনকে গাঢ় অ্যামোনিয়ার দ্রবনের সাথে উত্তপ্ত করলে ছয় অনু ফরমালডিহাইডের সাথে চার অনু অ্যামোনিয়ার ঘনীভবন বিক্রিয়ার ফলে হেক্সামিন উৎপন্ন হয় ।
হেক্সামিনের ব্যবহার
১. ফেনলিক রেজিন প্রস্তুতিতে হার্ডেনিং এজেন্ট হিসেবে হেক্সামিন ব্যবহার করা হয়।
২. মুত্রনালীর সংক্রমন, রিউম্যাটিক ফিভারের ওষুধ হিসেবে হেক্সামিন ব্যবহার করা হয়।
৩. হেক্সামিন শরীরে ঘাম কমাতেও ব্যবহৃত হয়।