হেস-এর তাপ সমষ্টিকরণ সূত্র কি?

কোন বিক্রিয়ায় মূল বিক্রিয়ক এবং চূড়ান্ত উৎপাদ যদি স্থির থাকে তবে বিক্রিয়াটি এক ধাপে ঘটুক বা একাধিক ধাপে ঘটুক না কেন, মোট তাপশক্তির পরিবর্তন সর্বদা সমান হবে।

মনে করি, একটি বিক্রিয়ায় বিক্রিয়ক ‘A’ এবং উৎপাদ ‘C’। উৎপাদটি বিক্রিয়ক A থেকে দু’টি ভিন্ন পথে তৈরি করা হলো। ধরে নেই প্রথম পথে (A থেকে C) বিক্রিয়াটি এক ধাপে সম্পন্ন করা হয়েছে। এখানে শক্তির পরিবর্তনকে ∆H1 দ্বারা সূচিত করা হলো। এবার মনে করি, দ্বিতীয় পথে বিক্রিয়াটি 2টি ধাপে সম্পন্ন হয়েছে। প্রথম ধাপে বিক্রিয়ক ‘A’ কে B তে এবং দ্বিতীয় ধাপে B কে উৎপাদ C তে রূপান্তরিত করা হয়েছে। প্রথম ও দ্বিতীয় ধাপে শক্তির পরিবর্তনকে যথাক্রমে ∆H2, ও ∆H3 দ্বারা চিহ্নিত করা ও হলো। হেসের সূত্র অনুযায়ী,

∆H1  =   ∆H2     +   ∆H3

হেস-এর তাপ সমষ্টিকরণ সূত্র কি?