দ্রবণ তাপ কি?
1 গ্রাম মোল দ্রবকে যথেষ্ট পরিমাণ (যে অবস্থায় আরো দ্রাবক যোগ করলে তাপমাত্রার আর পরিবর্তন হয় না ) দ্রাবকে দ্রবীভূত করা হলে যে পরিমাণ তাপের পরিবর্তন হয় তাকে ঐ দ্রবের পূর্ণ দ্রবণ তাপ বলে।
অল্প পরিমাণ পানি নিয়ে তাতে 1 গ্রাম মোল H2SO4 এসিড দ্রবীভূত করার পর অল্প অল্প করে পানি যোগ করা হলে তাপমাত্রার পরিবর্তন হতে থাকে। এভাবে 19 মোলের চেয়ে বেশি পরিমাণ পানি যোগ করা হলে সর্বোচ্চ 84.52 কিলো জুল তাপ নির্গত হয়। এ নির্গত তাপকে H2SO4 এর পূর্ণ দ্রবণ তাপ বলে।
তাপ রসায়নের অন্যান্য প্রশ্ন-