দহন তাপ কি?
স্থির চাপে 1 গ্রাম মোল পরিমাণ কোন পদার্থকে অক্সিজেনের উপস্থিতিতে সম্পূর্ণরূপে দহন করলে যে পরিমাণ তাপ নির্গত হয় তাকে পদার্থের দহন তাপ বলে। দহন বা ভস্মীভূতকরণ প্রক্রিয়া প্রমাণ অবস্থায় (1.0 বায়ুচাপ ও 25°C তাপমাত্রা) করা হলে যে এনথালপির পরিবর্তন হয় তাকে প্রমাণ দহন তাপ বলে। যেমন- কার্বনের প্রমাণ দহন তাপ 393.5kJ/mol
C (s) + O2(g) = CO2 (g) ; ∆Ho 298K = 393.5kJ/mol
তাপ রসায়নের অন্যান্য প্রশ্ন-
দ্রবণ তাপ কি?