হ্যালোজেনেশন কাকে বলে?

যে বিক্রিয়ার মাধ্যমে হ্যালোজেন সমূহ (F, Cl, Br & I) অন্য কোন যৌগে যুক্ত হয় তাকে হ্যালোজেনেশন বিক্রিয়া বলে। সাধারণত জৈব যৌগ সমূহে হ্যালোজেনেশন বিক্রিয়া বেশি দেখা যায়। যেমন – মিথেন সূর্যের আলোর উপস্থিতিতে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে কার্বন টেট্রাক্লোরাইড তৈরি করে। এটি একটি হ্যালোজেনেশন বিক্রিয়া।

CH4 + Cl2 = CCl4 + HCl