কার্যকরী মূলক বলতে কী বুঝ?
জৈব যৌগের প্রতিটি সমগোত্রীয় শ্রেনীর রাসায়নিক ধর্ম ঐ সমগোত্রক সমূহের অনুতে অবস্থিত নির্দিষ্ট কোন পরমাণু বা পরমাণু গুচ্ছের দ্বারা নিয়ন্ত্রিত হয়। যে পরমাণু বা পরমাণু গুচ্ছ যৌগের অনুতে বর্তমান থেকে ঐ সমগোত্রীয় শ্রেনীর রাসায়নি ধর্ম এবং রাসায়নিক বিক্রিয়া নির্ধারন করে তাকে কার্যকরী মূলক বলে।
যেমন- কার্বোক্সিলিক এসিডের কার্যকরী মূলক হল কার্বক্সিল মূলক, -COOH। একইভাবে অ্যামিনসমূহের কার্যকরী মূলক হচ্ছে অ্যামিনো মূলক, -NH2 ।