কার্যকর নিউক্লিয়ার চার্জ কাকে বলে?

একাধিক ইলেক্ট্রন বিশিষ্ট পরমাণুতে কোন একটি ইলেক্ট্রন নিউক্লিয়াসের যে পরিমাণ ধনাত্মক চার্জ অনুভব করে তাকে কার্যকর নিউক্লিয়ার চার্জ বলে। একে Zeff দ্বারা প্রকাশ করা হয়।

একাধিক ইলেক্ট্রন বিশিষ্ট পরমাণুতে বাইরের স্তরে অবস্থিত ইলেক্ট্রন গুলো ভেতরের স্তরের ইলেক্ট্রনের আচ্ছাদন প্রভাবের জন্য নিউক্লিয়াসের সবটুকু ধনাত্মক চার্জ অনুভব করতে পারে না। এই জন্য কার্যকর নিউক্লিয়ার চার্জ ব্যবহার করা হয়। কার্যকর নিউক্লিয়ার চার্জ নিম্নের বিষয় গুলোর উপ নির্ভর করে-

  1. পরমাণুর আকার,
  2. নিউক্লিয়াসের চার্জের পরিমাণ,
  3. অভ্যন্তরীণ ইলেক্ট্রনের স্তরের আচ্ছাদন প্রভাবের পরিমাণ,
  4. বাহিরের ইলেক্ট্রন কর্তৃক অভ্যন্তরীণ ইলেক্ট্রনের মেঘকে ভেদ করার সামর্থ্য।