শুষ্ক কোষ বা ড্রাই সেল কি?

শুষ্ক কোষ

যে কোষে ব্যবহৃত ইলেকট্রোলাইট হিসেবে তরল পদার্থের পরিবর্তে ইলেকট্রোলাইটের পেস্ট ব্যবহার করা হয়, তাকে শুষ্ক কোষ বলে। শুষ্ক কোষ হলো একটি প্রাথমিক কোষ বা প্রাইমারি সেল, যা লেকল্যান্স বিদ্যুৎ কোষের একটি ভিন্নরূপ।

শুষ্ক কোষের গঠন

শুষ্ক কোষে অ্যানোড হিসেবে জিংকের তৈরি এক মুখ বন্ধ ফাঁপা চোঙকে ব্যবহার করা হয়। কোষের মাঝখানে একটি কার্বন দণ্ড রাখা হয়, এটি ক্যাথোড হিসেবে কাজ করে। কার্বন দণ্ডটি আলকাতরা যুক্ত কাগজের উপর খাড়াভাবে বসানো থাকে। ফলে কার্বন দণ্ড থেকে দস্তার ফাঁপা চোঙ বিচ্ছিন্ন থাকে। 

শুষ্ক কোষ বা ড্রাই সেল কি?

কার্বন দণ্ডের চারদিকে MnO2, গ্রাফাইট চূর্ণ, সামান্য ZnCl2 এবং অতিরিক্ত NH4CI এর একটি পেস্ট দিয়ে জিংক পাত্রটি পূর্ণ করে রাখা হয়। ক্যাথোডের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাড়ানোর জন্য কার্বন দণ্ডের চারপাশে কার্বন ও MnO2 এর গুড়া ব্যবহার করা হয়। 

ক্যাথোডে রাসায়নিক বিক্রিয়ায় N2 গ্যাস উৎপন্ন হয়। MnO2 উৎপাদিত H2 কে জারিত করে কোষকে পোলারায়নের ক্রিয়া হতে মুক্ত রাখে। বিক্রিয়ায় উৎপাদিত অ্যামোনিয়া পেস্টে ব্যবহৃত পানিতে সহজে দ্রবীভূত হয়ে যায়। ফলে NH3 গ্যাসও পোলারায়নের সৃষ্টি করতে পারে না। 

শুষ্ক কোষ বা ড্রাই সেলের কার্যপ্রনালী

কোষ ব্যবহারের সময় অ্যানোড হিসেবে ব্যবহৃত জিঙ্কের পাত্রটি জারণ ক্রিয়ায় অংশ নেয় এবং ক্ষয় প্রাপ্ত হতে থাকে। এক সময় ক্ষয় প্রাপ্ত হয়ে পাত্রটি ছিদ্র বা ফুটা হয়ে যায় এবং সেখান হতে কালো পেস্ট বের হয়ে আসে। এ অবস্থায় কোষটি আর ব্যবহার করা যায় না। 

শুষ্ক কোষের রাসায়নিক বিক্রিয়া

শুষ্ক কোষের অ্যানোডে বিক্রিয়া 

Zn(s) = Zn2+(aq)    +    2e

শুষ্ক কোষের ক্যাথোডে বিক্রিয়া 

2NH4+(aq)    +    2e =  2NH3(g)    +    H2(g)

সামগ্রিক কোষ বিক্রিয়া

Zn(s)    +    2NH4+(aq)  =   Zn2+(aq)    +    2NH3(g) + H2(g)  

শুষ্ক কোষের সংকেত

Zn(s) / Zn2+(aq) | 2NH4+ (aq) / NH4OH(aq), C (gr),    E = 1.5V

শুষ্ক কোষের ব্যবহার 

টর্চলাইট, খেলনা, রেডিও, সাইকেলের লাইটের আলো প্রভৃতিতে একটি ব্যবহৃত হয়।

শুষ্ক কোষের EMF বা তড়িৎ চালক বলের মান কত?

শুষ্ক কোষের EMF বা তড়িৎ চালক বলের মান 1.5V

শুষ্ক কোষে MnO2 এর কাজ কি?

শুষ্ক কোষে MnO2 উৎপন্ন H2 গ্যাসের সাথে বিক্রিয়া করে Mn2O3 এবং H2O তৈরি করে। ফলে হাইড্রোজেন গ্যাস পোলারায়ন ঘটাতে পারে না।

MnO2(s) + H2(g) = Mn2O3(s) + H2O(l)