অসামঞ্জস্য বিক্রিয়া কি?
যে সকল বিক্রিয়ায় কোন পরমাণু একই সাথে জারন ও বিজারণ ঘটে তাদের অসামঞ্জস্য বিক্রিয়া বলে। যেমন, ক্লোরিন লঘু সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে 15oC তাপমাত্রায় বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম হাইপোক্লোরাই এবং পানি উৎপন্ন করে-
CI2 + 2NaOH → NaCI + NaOCI + H2O
বিক্রয়কে ক্লোরিনের জারন সংখ্যা শূণ্য থাকে। কিন্তু উৎপাদে সোডিয়াম ক্লোরাইডের ক্লোরিনের জারন মান -1 অর্থাৎ বিজারিত হয়েছে এবং সোডিয়াম হাইপোক্লোরাইডের ক্লোরিনের জারন মান +1 অর্থাৎ জারিত হয়েছে।