ডিয়েলস-অ্যালডার বিক্রিয়া কি?

যেকোনো কনজুগেটেড ডাইইনের সাথে কোন অ্যালকিন বা প্রতিস্থাপিত অ্যালকিনের (ডাই ইনোফাইলের) 1, 4 সংযোজন বিক্রিয়ার ফলে ছয় সদস্য বিশিষ্ট একটি চাক্রিক যৌগ গঠিত। এই বিক্রিয়াকে ডিয়েলস- অ্যালডার বিক্রিয়া বলে।

যেমন, 1, 3 বিউটাডাইইনের সাথে ইথিনের সংযোজন বিক্রিয়ার ফলে সাইক্লোহেক্সিন উৎপন্ন করে।

ডিয়েলস-অ্যালডার বিক্রিয়া