ডায়াস্টেরিওমার কি?
ডায়াস্টেরিওমার
একই আনবিক সংকেত বিশিষ্ট কমপক্ষে দুইটি অপ্রতিসম কার্বন বা কাইরাল কার্বন সম্বলিত আলোক সক্রিয় যৌগ সমূহ যদি পরস্পরের দর্পণ প্রতিবিম্বের ন্যায় আচরণ না করে তবে যৌগ দুটিকে পরস্পরের ডায়াস্টেরিওমার বলে। যেমন, 3-ক্লোরোবিউটানল-2 এর দুইটা কাইরাল কেন্দ্র আছে। নিচের আলোক সমানু দুইটি পরস্পর ডায়াস্টেরিওমার।
ডায়াস্টেরিওমারের বৈশিষ্ট্য
- ডায়াস্টেরিওমারগুলো তল সমাবর্তিত আলোর তলকে একই দিকে কিন্তু ভিন্ন মাত্রায় ঘূর্ণন করে।
- দুটি ডায়াস্টেরিওমার এর সমমোলার মিশ্রণ কোনো রেসিমিক মিশ্রণ তৈরি করে না।
- ডায়াস্টেরিওমার আলোক সক্রিয় এবং আলোক নিষ্ক্রিয় উভয় ধরনের হতে পারে।
আলোক সমানুতা সম্পর্কিত অন্যান্য প্রশ্ন –
আলোক সক্রিয় সমানুতা বা আলোক সমানুতা কি? আলোক সক্রিয় সমানুতার শর্ত গুলো লিখ।