চাহিদা কী?

উত্তর: অন্যান্য অবস্থা পরিবর্তিত থেকে একটি নির্দিষ্ট সময়ে, একটি নির্দিষ্ট দামে ভোক্তা কোনো দ্রব্য বা সেবার যে পরিমাণ ক্রয় করতে ইচ্ছুক তাই চাহিদা ।

চাহিদার দাম স্থিতিস্থাপকতা

কোনো দ্রব্যের দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে তার চাহিদার যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হয়, তার অনুপাত বা মাত্রাকে চাহিদার দাম স্থিতিস্থাপকতা বলে।

চায়ের দাম বাড়লে চিনির চাহিদার পরিবর্তন হয়

চা ও চিনি দুটি পরিপূরক দ্রব্য। দুটি দ্রব্যের মধ্যে একটির ভোগ বৃদ্ধির জন্য যদি অন্যটির ভোগ বৃদ্ধির প্রয়োজন পায়। তবে দ্রব্য দুটিকে একে অন্যের পরিপূরক দ্রব্য বলা হয়। চিনি ছাড়া চা ভোগ করা সম্ভব না । তাই চায়ের দাম বৃদ্ধি পেলে চিনির চাহিদা হ্রাস পাবে।