ডিজেনারেট অরবিটাল কি
যে কোনো পৃথক অবস্থান্তর ধাতব আয়নে একই স্তরের পাঁচটি d (dxy, dyz, dzx, dx2-y2 এবং dz2) অরবিটালের শক্তি একই থাকে। এই একই শক্তি সম্পন্ন d অরবিটাল গুলোকে ডিজেনারেট অরবিটাল বলে। কিন্তু অবস্থান্তর ধাতব আয়ন গুলো যখন কোন লিগান্ডের কাছাকাছি আসে তখন এদের মধ্যে শক্তির পার্থক্য দেখা যায়।