ডিজেনারেট অবস্থা কাকে বলে?
যখন একই ধরনের অর্বিটাল গুলোর শক্তি একই হয় তখন তাকে ডিজেনারেট অবস্থা বলে। যেমন, পাঁচ ধরনের d অরবিটাল আছে, dxy, dyz, dzx, dx2-y2, dz2 এদের সবার শক্তিই সমান। কাজেই এদের ডিজেনারেট d অরবিটাল বলে।
কিন্তু যখন এই d অরবিটাল গুলো বাহ্যিক কোন চৌম্বক ক্ষেত্রের প্রভাব বলয়ে (যেমন, কোনো লিগান্ড) চলে আসে তখন এদের মধ্যে শক্তির পার্থক্য সৃষ্টি হয়। তখন আর তারা ডিজেনারেট অবস্থায় থাকে না। তখন এদের নন-ডিজেনারেট d অরবিটাল বলে। নন-ডিজেনারেট d অরবিটালের জন্য অবস্থান্তর যৌগ রঙ্গিন মৌল গঠন করতে পারে।
একই ধরনের অন্যান্য প্রশ্ন-
অবস্থান্তর মৌলের রঙিন যৌগ গঠন করে কেন?