কেমিঅসমোসিস কি?
ইলেক্ট্রন ট্রান্সপোর্ট চেইনে ইলেক্ট্রন প্রদান করা কালে NADH + H+, FADH2 হতে বেশ পরিমাণ মুক্ত শক্তি (free energy) সৃষ্টি হয়। এই মুক্ত শক্তি খরচ করে পাম্পিং-এর মাধ্যমে ম্যাট্রিক্স থেকে প্রোটন (H+) মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেন পার করে দুই মেমব্রেনের মাঝখানে পাঠিয়ে দেয়। এর ফলে ম্যাট্রিক্স-এ প্রোটন খুবই কম থাকে কিন্তু দুই মেমব্রেনের ফাঁকা স্থানে প্রোটন অনেক বেশি পরিমাণে থাকে। প্রোটন ঘনত্বের এই পার্থক্যকে Proton gradient বলে, এই Proun gradient ও এক প্রকার শক্তি। মেমব্রেনের দুই পাশে প্রোটনের ঘনত্বের পার্থক্য এবং ইলেক্ট্রোকেমিক্যাল পার্থক্য একটি শক্তি তৈরি করে যাকে Proton-motive force বলে। কোষের Proton-motive force ব্যবহার করে কাজ করাকে বলা হয় কেমিঅসমোসিস।
শ্বসন সম্পর্কিত অন্যান্য প্রশ্ন-