রাসায়নিক সার কী? নাইট্রোজেন গঠিত রাসায়নিক সারের ক্ষতিকর প্রভাব আলোচনা কর।

রাসায়নিক সার কি

সম্পূর্ণ কৃত্রিম পদ্ধতিতে ও বাণিজ্যিক ভিত্তিতে যে সব সার উৎপাদন করা হয়, তাদের অজৈব সার বা রাসায়নিক সার বলে। যেমন ইউরিয়া, অ্যামোনিয়াম সালফেট, সুপার ফসফেট প্রভৃতি হলো অজৈব বা রাসায়নিক, সারের উদাহরণ। রাসায়নিক সারে উদ্ভিদের প্রয়োজনীয় খাদ্যের উপাদানগুলো বেশি পরিমাণে থাকে এবং এগুলি সহজলভ্য।

effect of excess nitrogen fertilizer on environment
নাইট্রোজেন গঠিত রাসায়নিক সারের জন্য শৈবালের বংশবৃদ্ধি মারাত্মকভাবে বৃদ্ধি পায়।

নাইট্রোজেন গঠিত রাসায়নিক সারের ক্ষতিকর প্রভাব

  1. অতিরিক্ত নাইট্রোজেন হ্রদ বা জলাধারে পতিত হয়, এর ফলে জলাধারসমূহে অতিরিক্ত পরিমাণে শৈবাল জন্মে যা পানির গুণগত বৈশিষ্ট্য এর অবনতি ঘটায়।
  2. তুলনামূলক দুর্বল প্রকৃতির উদ্ভিদ অতিরিক্ত নাইট্রোজেন সহ্য করতে পারে না। ফলে নাইট্রোজেন সহ্য করতে পারা উদ্ভিদ বেচে গেলেও দুর্বল প্রকৃতির উদ্ভিদ মারা যায়। এতে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়।
  3. অতিরিক্ত নাইট্রোজেন মাটির অম্লত্ব বাড়ায় ফলে মাটির গুণাগুন নষ্ট হয়ে যায়।
  4. অতিরিক্ত নাইট্রোজেন পানিতে সহজেই মিশে যায়। ফলে পানিতে শৈবালের বংশবৃদ্ধি মারাত্মকভাবে বৃদ্ধি পায়। এই অতিরিক্ত শৈবাল পানির অক্সিজেন এবং অন্যান্য পুষ্টি গ্রহন করে। যার জন্য মাছ এবং অন্যান্য জলজ প্রানী মারা যায়।
  5. নাইট্রেটের বিজারণ উৎপাদ নাইট্রাইট হিমোগ্লোবিনের Fe2+ কে Fe3+ অবস্থায় রূপান্তর করে। এর ফলে হিমোগ্লোবিনের অক্সিজেন পরিবহন প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। অর্থাৎ অতিরিক্ত নাইট্রোজেন গঠিত রাসায়নিক সার আমাদের পরিবেশের ব্যাপক ক্ষতি সাধন করে।

দূষণ সংক্রান্ত অন্যান্য প্রশ্ন-

এসিড বৃষ্টির ক্ষতিকর প্রভাব কি?

মানব স্বাস্থ্যের উপর মাটি দূষণের প্রভাব ব্যাখ্যা কর।

সিসা দূষণের ফলে মানব দেহে কি রোগ হয়?