কার্বোক্যাটায়ন বা কার্বোনিয়াম আয়ন কি? উদাহরন দাও।

কোন জৈব যৌগের কেন্দ্রীয় কার্বন পরমাণুর সাথে সমযোজী বন্ধনে যুক্ত কোন পরমানু বা গ্রুপ যদি বন্ধনের দুটি ইলেকট্রন সহ বিচ্ছিন্ন হলে যে ধনাত্মক আধান যুক্ত আয়নের সৃষ্টি হয় তাকে কার্বোক্যাটায়ন বা কার্বোনিয়াম আয়ন বলে। একে R+ দ্বারা চিহ্নিত করা হয়।

যেমন- মিথেন অনু থেকে যদি একটি হাইড্রোজেন পরমানু বন্ধনের উভয় ইলেক্ট্রন সহ মুক্ত হয় তাহলে মিথাইল কার্বোনিয়াম আয়ন পাওয়া যায়- CH4 = +CH3 + H

কার্বোনিয়াম বা কার্বোক্যাটায়ন সম্পর্কিত অন্যান্য প্রশ্ন –

কার্বোনিয়াম আয়নের স্থায়ীত্বের ক্রম লিখ।