অ্যারোমেটিকরণ বা রিফরমিং (Reforming) বিক্রিয়া কি?
পেট্রোলিয়াম থেকে প্রাপ্ত মুক্ত শিকল অ্যালকেনকে উচ্চ চাপ ও তাপে উপযুক্ত অনুঘটকের উপস্থিতিতে অ্যারোমেটিক হাইড্রোকার্বনে রূপান্তরিত করার পদ্ধতিতে অ্যারোমেটিকরণ (aromatization) বা রিফরমিং বলা হয়। যেমন, 500°C উষ্ণতায় Al2O3 বা Cr2O3 প্রভাবকের উপস্থিতিতে 40 বায়ুচাপে অথবা Pt প্রভাবকের উপস্থিতিতে 10 বায়ুচাপে হেক্সেন থেকে বেনজিন উৎপন্ন হয়।
বেনজিনের অন্যান্য প্রস্তুতি সম্পর্কিত পোস্ট-