অ্যারোমেটিক যৌগ কাকে বলে?

কোন একটি যৌগ অ্যারোমেটিক হওয়ার জন্য নির্দিষ্ট কিছু শর্ত মেনে চলতে হয়। যদি কোন যৌগ এই শর্ত গুলো মেনে চলে তাহলে তাকে অ্যারোমেটিক যৌগ বলা যায়। কোন যৌগ অ্যারোমেটিক হওয়ার শর্ত গুলো হল-

১. চাক্রিক যৌগ হতে হবে।

২. যৌগটি সমতলীয় অনু হয়ে হবে। অর্থাৎ চক্রের সকল পরমাণু একই সমতলে অবস্থান করতে হবে।

৩. যৌগে সঞ্চরনশীল পাই ইলেকট্রন মেঘ থাকতে হবে।

বেনজিনে একটি অ্যারোমাটিক যৌগ।
বেনজিনে অ্যারোমাটিক যৌগ।

৪. হাকেল নিয়ম অনুসারে যৌটিতে 4n + 2 সংখ্যক পাই ইলেক্ট্রন থাকতে হবে (n একটি পূর্ণ সংখ্যা)।