বহুরুপতা কি? কার্বনের বহুরুপতা বর্ণনা কর।
‘অনেক মৌল নিজের মূল রাসায়নিক ধর্ম অক্ষুন্ন রেখে বিভিন্ন রূপে অবস্থান করতে পারে। একই মৌলের বিভিন্ন রূপ ধারণের এই বিশেষ ধর্মকে বহুরূপতা (allotropy) বলে এবং বিভিন্ন রূপকে বহুরূপ বা রূপভেদ (allotrope) বলে।‘ Allo এর অর্থ another বা অন্য এবং tropes এর অর্থ form বা রূপ অর্থাৎ allotrope -এর আক্ষরিক অর্থ হল অন্য রূপ।
যেমন- কার্বন একই সাথে অনেক গুলো রূপে পাওয়া যায়। প্রকৃতিতে কার্বন যেমন কয়লা হিসেবে আছে তেমনি বহু মূল্যবান হীরা হিসেবেও পাওয়া যায়। কার্বনের এই ভিন্ন ভিন্ন রূপে পাওয়া যাওয়ার ধর্মকে কার্বনের বহুরূপতা বলে। আর হিরা, গ্রাফাইট, ফুলারিন বা কয়লা এসব হচ্ছে কার্বনের বহুরূপ বা রূপভেদ।
কার্বনের বহুরূপতা (Allotropy of carbon)
কার্বনের বহুরূপতা বিভিন্ন ধরনের হতে পারে। কার্বনের বহুরূপতাকে প্রধানত নিম্নরূপ দুটি শ্রেণিতে বিভক্ত করা হয়েছে। যেমন-
১। দানাদার বা নিয়তাকার কার্বন: এরূপ কার্বনের রূপভেদগুলি হলো হীরক বা ডায়মন্ড, গ্রাফাইট ও ফুলারিন।
২। অদানাদার বা অনিয়তাকার কার্বন: এরূপ কার্বনের রূপভেদগুলি হলো চারকোল, ঝুল বা ভুসাকালি, কোক ও গ্যাস কার্বন।
বহুরূপতার কারন
১। বিভিন্ন রূপভেদের অণুতে বা কেলাসে পরমাণুগুলির বিন্যাসের পার্থক্যের জন্য বহুরূপতা দেখা যায়।
২। মৌলের অণুর মধ্যে পরমাণুর সংখ্যার তারতম্য হলেও বহুরূপতা দেখা যায়। যেমনঃ তিনটি অক্সিজেন পরমাণু সমবায়ে গঠিত ওজোন হল দু’টি অক্সিজেন পরমাণু সমবায়ে গঠিত অক্সিজেনের একটি রূপভেদ।
৩। বিভিন্ন রূপভেদের অভ্যন্তরীণ শক্তির পার্থক্যের জন্য অনেক সময় বহুরূপতা দেখা যায়। যেমন ফসফরাসের দু’টি রূপভেদ সাদা ফসফরাস ও সাল ফসফরাসের মধ্যে অভ্যন্তরীণ শক্তির পার্থক্য বর্তমান । সাদা ফসফরাস, লাল ফসফরাসে পরিণত হলে তাপ উৎপন্ন হয়।
৪। পরমানু সমূহের মধ্যে বন্ধনের প্রকৃতি জন্যেও বহুরুপতা দেখা যায়। যেমন- হীরায় কার্বন পরমানু গুলো sp3 হাইব্রিডাইজেশনের মাধ্যমে যুক্ত থাকে অন্যদিকে গ্রাফাইটে sp2 হাইব্রিডাইজেশনে যুক্ত থাকে।
বহুরূপতা নিয়ে আমাদের ভিডিও-