সক্রিয় চারকোল কী ?
উত্তর: গ্যাসীয় পদার্থ শোষণের এবং কোন বর্ণযুক্ত দ্রবণকে পরিস্রুত ও বর্ণহীন করার বিশেষ ক্ষমতাযুক্ত চারকোলকে সক্রিয় চারকোল বা একটিভেটেড কার্বন বলে।
সক্রিয় চারকোলের সারফেস এরিয়া বা পৃষ্ঠতল বেশি হওয়ার ফলে এটি বর্ণযুক্ত দ্রবণকে পরিস্রুত ও বর্ণহীন করতে পারে।