ক্লাথরেট যৌগ (অবরোধ যৌগ) কাকে বলে?
উত্তর: নির্দিষ্ট গঠনাকৃতি বিশিষ্ট কোন জৈব বা অজৈব যৌগের ক্রিস্টাল ল্যাটিসের ফাঁকা স্থানসমূহে অন্য কোন অণু বা পরমাণুর অবস্থানযুক্ত একক সাম্যাবস্থার কঠিন পদার্থকে অবরোধ যৌগ বা ক্ল্যাথরেটস্ (Clathrates) বলে।
ক্ল্যাথরেট যৌগে যে যৌগের ল্যাটিসে অন্য অনু অবরুদ্ধ হয় তাকে হোস্ট এবং যে অনু অবরুদ্ধ হয় তাকে গেস্ট বলে। ক্ল্যাথরেট যৌগে হোস্ট এবং গেস্ট অনুর মধ্যে কোন রাসায়নিক বন্ধন থাকে না।
যেমন- বরফের ক্রিস্টাল ল্যাটিসে মিথেন গ্যাস অবরুদ্ধ হলে বরফ-মিথেন ক্ল্যাথরেট যৌগ তৈরি হয়। যেমন-আর্গন-অর্থো ক্রিসল ক্ল্যাথরেট যৌগ।
কারা ক্লাথরেট যৌগ তৈরি করে
নিষ্ক্রিয় গ্যাস সমূহের মধ্যে হিলিয়াম আর নিয়ন বাদে বাকি আরগন, ক্রিপ্টন, জেনন ক্ল্যাথরেট যৌগ তৈরি করে। হিলিয়াম আর নিয়নের আকার ছোট হওয়ায় এরা ক্রিস্টাল ল্যাটিসের ফাকা স্থানের আটকে থাকতে পারে না ফলে ক্লাথরেট যৌগ তৈরি করে না।
নিষ্ক্রিয় গ্যাস ছাড়াও মিথেন গ্যাসের ক্রিস্টাল ল্যাটিসে পানির অনু আটকে ক্ল্যাথরেট যৌগ গঠিত হতে দেখা যায়।