অবস্থান্তর মৌল কাদের বলা হয়?
যে সকল মৌলের পরমাণু স্থিতিবস্থায় অথবা কোন স্থায়ী জারণ অবস্থায় বা আয়নে আংশিকভাবে পূর্ণ d অর্বিটাল থাকে তাদেরকে অবস্থান্তর মৌল বলে।
যেমন – ক্রোমিয়ামের ইলেক্ট্রন বিন্যাস লক্ষ্য করলে দেখা যায় এর d অর্বিটাল অর্ধপূর্ণ বা আংশিকভাবে পূর্ণ রয়েছে-
Cr(24): 1s2 2s2 2p6 3s2 3p63d5 4s1
ক্রমিয়ামের স্থায়ী আয়ন Cr3+ এর ইলেক্ট্রন বিন্যাসেও আংশিকভাবে পূর্ণ d অর্বিটাল রয়েছে
Cr3+(24): 1s2 2s2 2p6 3s2 3p63d3
সুতরাং ক্রোমিয়াম একটি অবস্থান্তর মৌল।
অবস্থান্তর মৌল সংক্রান্ত অন্যান্য প্রশ্ন-
অবস্থান্তর মৌল জটিল যৌগ গঠন করে কেন?