ক্যাটিনেশন বলতে কি বুঝ?
পরমাণু সমুহের নিজেদের মধ্যে সমযোজী বন্ধনের যুক্ত হয়ে ছোট বড় বিভিন্ন আকার ও আকৃতির শিকল বা বলয় গঠন করার ক্ষমতাকে ক্যাটিনেশন বলে। মৌল সমূহের মধ্যে কার্বনের ক্যাটিনেশন ধর্ম সব চেয়ে বেশি।
ল্যাটিন ক্যাটেনা (catena) শব্দের অর্থ হলো শিকল।
উদাহরন- বিউটেন, অক্টেন, ফুলারিন, সাইক্লোহেক্সেন ইত্যাদি।
কার্বনের ক্যাটিনেশন ধর্ম দেখা যায় কেন
- কার্বনের ক্যাটিনেশন ধর্ম প্রদর্শনের প্রধান কারন হল কার্বন-কার্বন (C-C) বন্ধন শক্তির উচ্চ মান, যেমন- 347kJmol-1 যা একই পর্যায়ের অন্যান্য মৌলের বন্ধন শক্তির চেয়ে বেশি। ফলে কার্বন বিভিন্ন দৈর্ঘের স্থিতিশীল বন্ধন গঠন করতে পারে।
- কার্বনের পরমানুর ক্ষুদ্র আকার এবং ২য় শক্তিস্থরে যোজ্যতা ইলেক্ট্রনের উপস্থিতির ফলে দুটি কার্বন পরমানুর মধ্যে মুখোমুখি অধিক্রমনের মাত্রা বেশি ঘটে (যেমন সিগমা বন্ধন) আবার p অরবিটালের পাশাপাশি অধিক্রমনে পাই বন্ধনও গঠন করতে পারে।
অন্যান্য প্রশ্ন-