পাই বন্ধন ও সিগমা বন্ধন বলতে কি বুঝ?
সিগমা বন্ধন
অণু গঠনে দুটি পরমাণুর একই অক্ষে অবস্থিত দুটি অরবিটাল প্রান্তিকভাবে বা সামনাসামনি অধিক্রমণ করলে যে বন্ধন সৃষ্টি হয় তাকে সিগমা বন্ধন বলে।
যেমন- ফ্লোরিন পরমাণুর অযুগল ইলেকট্রনধারী দুটি অরবিটাল প্রান্তিকভাবে অধিক্রমণ দ্বারা সিগমা বন্ধন গঠন করে। এ বন্ধনের অক্ষ বরাবর সর্বাধিক ইলেকট্রন ঘনত্ব সৃষ্টি করে এবং F2 অণু গঠিত হয় ।
2 F(9)= 1s2 2s2 2px2 2py2 2pz1
পাই বন্ধন
অণু গঠনের সময় দুটি পরমাণুর একই অক্ষে-অবস্থিত দুটি অরবিটাল পাশাপাশি অধিক্রমণ করলে যে বন্ধন গঠিত হয় তাকে পাই বন্ধন বলে।
যেমন- দুটি অক্সিজেন পরমাণুর প্রত্যেকের বহিস্তরের দুটি অর্ধপূর্ণ অরবিটাল 2py ও 2pz আছে। তার মধ্যে একটি করে প্রান্তিকভাবে অধিক্রমণ করে সিগমা বন্ধন গঠন করে। অবশিষ্ট একটি করে অরবিটাল খাড়াভাবে থেকে যায়। এ দুটি p অরবিটাল পরস্পর পাশাপাশি অধিক্রমণ করে। ফলে একটি সিগমা বন্ধনের পাশাপাশি একটি পাই বন্ধন গঠিত হয়।
O(8) — 1s2 2s2 2px2 2px1 2pz1
বন্ধন সংক্রান্ত অন্যান্য প্রশ্ন –