শ্বসনের অভ্যন্তরীণ প্রভাবকসমূহ কি কি?

শ্বসনের অভ্যন্তরীণ প্রভাবকসমূহ নিম্নরুপ-

  1. জটিল খাদ্যদ্রব্য:  সরল খাদ্য গ্লুকোজ শ্বসন ক্রিয়ার প্রধান শ্বসনিক বস্তু। বিভিন্ন বিক্রিয়ায় কোষস্থ জটিল খাদ্যই গ্লুকোজে রূপান্তরিত হয়। কাজেই জটিল খাদ্যদ্রব্যের পরিমাণ ও ধরন শ্বসন প্রক্রিয়ার হারকে নিয়ন্ত্রণ করে।
  2. উৎসেচক: শ্বসন প্রক্রিয়ার বিভিন্ন বিক্রিয়ায় অসংখ্য উৎসেচক অংশগ্রহণ করে, তাদের উপস্থিতির উপরই সম্পূর্ণ শ্বসন প্রক্রিয়াটি নির্ভরশীল।
  3. কোষের বয়স: যে কোষে প্রোটোপ্লাজম অধিক (অল্প বয়সের) সে সব কোষ শ্বসন হার অধিক হয়।
  4. কোষস্থ অজৈব লবণ: কোষে অজৈব লবণ অধিক পরিমাণে থাকলে শ্বসন হার বেড়ে যায়।
  5. কোষ মধ্যস্থ পানি: কোষে প্রয়োজনীয় পানির অভাব হলে শ্বসন হার কমে যায়।
  6. মাটিতে অজৈব লবণ: মাটিতে NaCl, KCI, CaCl2 ও MgCl2 এর দ্রবণের সরবরাহ বৃদ্ধি ঘটিয়ে শ্বসন হার বৃদ্ধি করা যায়।
  7. অন্যান্য প্রভাবক: আঘাতপ্রাপ্ত টিস্যুতে আঘাত নিরাময়ের জন্য কোষ বিভাজন দ্রুততর হয়, ফলে শ্বসন হার বেড়ে যায়। হাত দিয়ে পাতা মৃদু ঘষে দিলে শ্বসন হার বৃদ্ধি পায়।

শ্বসন সম্পর্কিত অন্যান্য প্রশ্ন-

শ্বসন কি?

শ্বসনের গুরুত্ব লিখ।

শ্বসন প্রক্রিয়ার বাহ্যিক প্রভাবকসমূহ কি কি?

আলোকশ্বসন প্রক্রিয়া প্রকৃতশ্বসন নয় কেন?