দ্রবনের কলিগেটিভ ধর্ম কি?

দ্রবণের যে সকল ভৌত ধর্ম কেবল মাত্র দ্রবণে উপস্থিত দ্রবের অনু সংখ্যার উপর নির্ভর করে, দ্রবের অনুর আকার, আকৃতি বা প্রকৃতির উপর নির্ভর করে না তাদের কলিগেটিভ ধর্ম বলে।

কলিগেটিভ ধর্ম চারটি-

১. বাষ্পচাপের অবনমন

২. স্ফুটনাংকের উন্নয়ন

৩. হিমাংকের অবনমন

৪. অসমোটিক চাপ

এদের কলিগেটিভ ধর্ম বলার কারন হল, এই চারটি ধর্মের যে কোন একটি ধর্ম সম্পর্কে জানা গেলে বাকি গুলোও জানা যায়।

এদের মধ্যে বাষ্পচাপের অবনমন হল মৌলিক কলিগেটিভ ধর্ম। কেননা অনুদ্বায়ী দ্রব দ্বারা কোন দ্রবনের বাষ্পচাপের অবনমনের জন্য দ্রাবকের স্ফুটনাংক বেড়ে যায়, হিমাংক কমে যায় এবং অসমোটিক চাপ বাড়ে ফলে অসমোসিস ঘটে।