ক্ষার ধাতু কারা?

উত্তর: লিথিয়াম (Li), সোডিয়াম (Na), পটাশিয়াম (K), রুবিডিয়াম (Rb), সিজিয়াম (Cs), ফ্রান্সিয়াম (Fr) এই ছয়টি ধাতুগুলো পানির সাথে সরাসরি বিক্রিয়া করে তীব্র ক্ষার উৎপন্ন করে বলে এদেরকে ক্ষার ধাতু বলে।