ইউএসবি হাবের দাম ২০২৩ । USB hub price in Bangladesh 2023

USB (universal Serial Bus) হলো এমন এক ধরনের ডিভাইস যা কম্পিউটারের সংযুক্ত করার জন্য যে পোর্ট গুলো রয়েছে, সেগুলোকে সম্প্রসারিত করার জন্য ব্যবহার হয়ে থাকে। বিশেষ করে যারা ল্যাপটপ ব্যবহারকারী রয়েছে তাদের ডিভাইসে USB পোর্টের পরিমাণ তুলনামূলক ভাবে কম থাকে। যদি কারো স্টক থেকেও বেশি পরিমাণের ইউএসবি পোর্টের প্রয়োজন হয় তবে সে ইউএসবি হাব ব্যবহার করতে পারে তা সম্প্রসারণের জন্য।

এই আর্টিকেলের মাধ্যমে আমরা জানাবো বর্তমান মার্কেটপ্লেস অনুযায়ী ইউএসবি হাবের দাম কত এবং কোন ইউএসবি হাব গুলো ব্যবহার করা ঠিক সেই সম্পর্কে। তবে প্রথমেই ইউএসবি হাব গুলোর দাম নিয়ে আলোচনা করা যাক। 

ইউএসবি হাবের দাম এর তালিকা 

পণ্যের নাম মূল্য
USB 2.0 Hi-Speed Hub 4 Port Splitter Hub USB Adapter for PC৮০ টাকা
4 Ports High-Speed USB HUB । Splitter Expansion১৭৩ টাকা
4 Ports USB 2.0 Hub LED USB Hub With Switch ১৪৫ টাকা
ORICO FL01 4 Port USB 2.0 HUB with Portable Extension Cable২৯৯ টাকা
UGREEN USB C Hub Mini Size USB Type C 3.1 to 4K HDMI RJ45 PD USB 3.0 OTG Adapter USB HUB১৬৫০ টাকা

ইউএসবি হাবের দাম ও স্পেসিফিকেশন (বিস্তারিত) 

USB 2.0 Hi-Speed Hub 4 Port Splitter Hub USB Adapter for PC

আপনার যদি খুব অল্প দামের মধ্যে ইউএসবি হাবের প্রয়োজন হয় তবে 2.0 টাইপের হাবটি গ্রহন করতে পারেন যার মূল্য মাত্র ৮০ থেকে ১০০ টাকার মধ্যে অনলাইন মার্কেটপ্লেস দারাজের মধ্যে। স্পেসিফিকেশনের কথা বললে, ডিভাইসটিতে রয়েছে উপরে ৩ টি পোর্ট এবং সাইডে একটি ১ টি পোর্ট। 

০.৪৫ মিটার লম্বা তার যুক্ত ইউএসবি পোর্টটি পাওয়া যাচ্ছে ২.০ ইউএসবি ভার্সনে। এটির সাপোর্টিং অপারেটিং সিস্টেমের মধ্যে থাকছে ম্যাক, উইন্ড্রোজ এবং ভিস্টা। এবং ৫টি ডিভাইসে (Cellphone/Tablet/USB Driver/OTG/PC/Laptop) উক্ত পোর্টটি ব্যবহার করা যাবে। 

যেহেতু এই হাবের দাম তুলনামূলক ভাবে খুব কম তাই এর বিল্ড কোয়ালিটিও তেমন ভালো হবে না এটাই স্বাভাবিক। তাছাড়া এটি তাদের জন্য সাজেস্টেড থাকবে যাদের বাজের একেবারেই কম। কারন এর চেয়ে কম দামের মধ্যে কোনো ইউএসবি হাব পাওয়া যাবে না। সেই তুলনায় এটি যথেষ্ট ভালো মানের কারন ইউজার এক্সপ্রিরিয়ান্স অনুযায়ী দারাজে এর রেটিং ৪.১/৫ যেখানে ১৫০+ ব্যবহারকারী মতামত দিয়েছে। 

4 Ports High-Speed USB HUB । Splitter Expansion

৪ পোর্ট সংযুক্ত USB হাবটি ৫ জিবিপিএস স্প্রীডে ডাটা ট্রান্সফার করতে সক্ষম যা উইন্ডোস ৮,১০,১১ এবং ম্যাক সহ ল্যাপটপে ব্যবহার যোগ্য। কোনো প্রকার ঝামেলা ছাড়াই Plug & Play প্রসেসে হাবটি ব্যবহার করা যাবে। 

এটিতে রয়েছে 3.0 USB টাইপ সংযুক্ত মোট ৪ টি পোর্ট। দারাজে এটি পাওয়া যাচ্ছে মাত্র ১৭৩ টাকায়। ইউজার রেটিংও তার বেশ ভালো। বেশ কিছু রিভিউ দেখে যা বোঝা গেলো তা হলো “এই দামে USB hub টি বেশ ভালো এবং যথাযথ কাজ করছে।” 

ORICO FL01 4 Port USB 2.0 HUB with Portable Extension Cable

ওরিকো ব্র্যান্ডের FL01 মডেলের USB হাবটি আসছে ৪ টি পোর্ট নিয়ে। যেখানে থাকছে ইউএসবি টাইপ 2.0। হাবটির আয়তনে ৩০ সেন্টিমিটার লম্বা যার মধ্য দিয়ে ৪৮০ Mbps স্পীডে ডাটা ট্রান্সফার করা সম্ভব। 

USB hub price in Bangladesh
ORICO FL01 4 Port USB 2.0 HUB with Portable Extension Cable

হাবটি ব্যবহার করা যাবে সকল ধরনের উইন্ডোস, ম্যাক, এন্ড্রোয়েড ওপারেটিং সিস্টেমে। দারাজ মল থেকে Orico এর অফিসিয়াল শপ থেকে FL01 মডেলের ৪ পোর্ট বিশিষ্ট ইউএসবি হাবটি পেয়ে যাবেন মাত্র ৩০০ টাকায়। 

ইউজার রেটিং ও যথেষ্ট ভালো তাতে। এখন অব্দি ৫৫০+ ব্যবহারকারীর রিভিউয়ের পেক্ষিতে পণ্যটির রেটিং ৪.৬/৫ 

UGREEN USB C Hub Mini Size USB Type C 3.1 to 4K HDMI RJ45 PD USB 3.0 OTG Adapter USB HUB

সবশেষে বলবো এই আর্টিকেলে স্থান পাওয়া সবচেয়ে ভালো মানের ইউএসবি হাবটির সম্পর্কে। জী, বলছিলাম Ugreen ব্র্যান্ডের 3.0 USB ভার্সনের হাবের সম্পর্কে। যেটা পাওয়া যাচ্ছে টাইপ সি ক্যাবলের সাথে। বর্তমানে প্রতিটি ডিভাইস টাইপ সি এর উপর ঝুকছে তারই পেক্ষিতে আপডেট ভার্সনের USB হাবটির গঠন করা। 

১৫ সেন্টিমিটার লম্বা তার সংযুক্ত হাবে রয়েছে মোট ৫ টি পোর্ট যার প্রতিটা ৩.০ ভার্সনের সাথে পাওয়া যাবে। এখন অব্দি দারাজে মোট ৫০০+ রিভিউয়ারদের মতামতের পেক্ষিতে ৪.৮/৫ রেটিং দেয়া আছে। 

স্পেশালি আপনি যদি ল্যাপটপ, ম্যাক ইউজার হয়ে থাকেন তবে এটা বেশ উপকৃত এবং আদর্শ ডিভাইজ হবে আপনার জন্য। বর্তমানে এর দাম ধরা আছে ১৬৫০ টাকা, দারাযে ভেরিফাই শপ থেকেই পণ্যটি গ্রহন করতে পারবেন। 

4 Ports USB 2.0 Hub LED USB Hub With Switch – Black

পণ্যটি স্পেসিফিক কোনো নামকরা ব্র্যান্ডের নয় তারপরেও উক্ত আর্টিকেলের সেরা ইউএসবি হাব গুলোর মধ্যে একটিতে অবস্থান পেয়েছে এর গুনগত মানের কারনে। খুব রিজেনেবল প্রাইজের মধ্যে, মাত্র ১৪৫ টাকায় ৪ পোর্ট বিশিষ্ট ইউএসবি ২.০ ভার্সনের হাবটি পেয়ে যাবেন দারাজে। 

হাবটি ১.০ ভার্সনে দুর্বল স্পীড ও সর্বোচ্চ ২.০ ইউএসবি ভার্সনে দ্রুত স্পীড প্রদান করতে সক্ষম। রয়েছে LED ইন্ডিগেটর যার মাধ্যমে একটিভিটি চেক করা সহজ হবে। এবং আরো এক্সট্রা ফিচার্স হিসেবে থাকছে সুইচ অন-অফ করার অপশনও। যা অনেক দামী ইউএসবি হাবেও থাকে না। 

ব্যবহারকারীদের মধ্যে এর সম্পর্কে বেশ ভালো কথাই বলতে শোনা গেছে। আর তাই তো ৪.১/৫ রেটিং নিয়ে রয়েছে দারাজে উক্ত পণ্যটি। তবে যতই যাই বলা হোক না কেনো, বাজেটের দিকে তাকালেই বুঝা যায় এর বিল্ড কোয়ালিটি তেমন একটা আশানুরূপ ভালো হবেনা এবং আসলেই তাই। যদি বাজেট একান্তই সল্প হয় তবে অবশ্যই এটি আপনার ব্যবহার করা উচিৎ। 

ইউএসবি হাব কেনার ক্ষেত্রে সচেতনতা 

অবশ্যই আপনি যে পণ্যটি কিনবেন সেটার সচলতা দেখেই নিবেন। যদি অনলাইনে কিনে থাকেন তবে দেখে নিবেন সেই পণ্যের রিটার্ন পলিসি রয়েছে কি-না। তাছাড়া বাজেটের উপর নির্ভর করবে আপনি কোনটি গ্রহন করতে ইচ্ছুক। তবে দিন শেষে, জিনিস যেটা ভালো দাম তার একটু বেশিই হয়।