মোট উপযোগ হচ্ছে প্রান্তিক উপযোগের সমষ্টি— ব্যাখ্যা কর। 

প্রান্তিক উপযোগ কী

কোনো দ্রব্যের ভোগের পরিমাণ এক একক বৃদ্ধির ফলে মোট উপযোগ যতটুকু পরিবর্তিত হয় তাকে প্রান্তিক উপযোগ বলে ।

মোট উপযোগ হচ্ছে প্রান্তিক উপযোগের সমষ্টি

অভাব পূরণের উদ্দেশ্যে দ্রব্য ও সেবার ভোগ থেকে প্রাপ্ত তৃপ্তির সমষ্টিগত রূপকে মোট উপযোগ বলে। ভোগ দ্রব্যের প্রান্তিক উপযোগের সমষ্টিই মোট উপযোগ।

প্রান্তিক উপযোগ রেখা নিম্নগামী হয় কেন

দ্রব্য ভোগের সাথে প্রান্তিক উপযোগের বিপরীত সম্পর্কের কারণে প্রান্তিক উপযোগ রেখা নিম্নগামী হয়। কোনো ব্যক্তি যখন একই দ্রব্য ক্রমাগত ভোগ করতে থাকে তখন ঐ দ্রব্যের প্রান্তিক উপযোগ ক্রমশ কমতে থাকে।