সেরা ওয়াচ ব্র্যান্ড । Top 5 Watch Brands in Bangladesh.
আমাদের দেশে প্রায় ৮০ শতাংশ লোকেরাই নামিদামী ব্র্যান্ডের Fake Watch গুলো ব্যবহার করে থাকে। যা একটা মানুষের স্ট্যাইল, পার্সোনালিটি এবং স্ট্যাটাসের উপর ব্যাপক ভাবে প্রভাব বিস্তার করে। তাই এই আর্টিকেলে আপনাদের জানাবো ৫ টি সেরা বাজেট ফ্রেইন্ডলি Watch Brands সম্পর্কে যা বাংলাদেশে রয়েছে এবং শেয়ার করবো ব্র্যান্ড গুলোর অথেন্থিক সোর্স গুলো।
আপনি যদি জানতে চান Top Watch brands in Bangladesh সম্পর্কে তাহলে প্রথমেই বুজতে হবে ওয়াচের ক্যাটাগরি গুলো। মূলত ৩ ধরনের ঘড়ি রয়েছে এবং ভিন্ন ভিন্ন সেক্টরে সেগুলোর ব্যবহার লক্ষনীয় যা হলো:
- Formal Watch
- Metel chain Watch
- Casual Watch
আমরা সাধারণত দেখতে পাই ওয়ার্ড ক্লাস টপ ব্র্যান্ডের ঘড়ি গুলোর কপি ও মাস্টার কপি গুলো আমাদের দেশের বেশিরভাগ লোকেরাই ব্যবহার করে থাকে। উক্ত ব্র্যান্ডের প্রকৃত ঘড়ি গুলোর দাম খুব বেশি হওয়ার কারনে অনেকেই সেগুলো গ্রহন করতে পারে না। তাই বলে পপুলার ব্র্যান্ড গুলোর Fake Watch কিনে ব্যবহার করে যা প্রকৃতপক্ষে অসৌভনীয়। তাই বাংলাদেশে সহজলভ্য এমন ৫ টি Watch brands সম্পর্কে জানাবো যেগুলো থেকে আপনি অথেন্থিক ব্র্যান্ডেড ওয়াচ কিনতে ও ব্যবহার করতে পারবেন।
List of Watch Brands in Bangladesh
Watch Brand Name | Official website link |
SKMEI | Click Here |
OLEVS | Click Here |
NAVIFORCE | Click Here |
CURREN | Click Here |
KADEMAN & LIGE | Click Here |
Top 5 Watch Brands in Bangladesh
SKMEI
বাংলাদেশের পেক্ষাপটে SKMEI ব্র্যান্ডের থেকে প্রিমিয়াম মানের ঘড়ি অন্য কোনো ব্র্যান্ড প্রোভাইড করতে পারে না। এমনকি বেশ কিছু ব্র্যান্ড SKMEI ব্র্যান্ডের তৈরি ঘড়ির মডেল কপি করে তাদের নিজস্ব ঘড়ি তৈরি করে।
ফর্মাল, ক্যাজুয়াল, কোরিওগ্রাফি – প্রায় সকল ধরনের watch কালেকশন তাদের কাছে রয়েছে। তাছাড়া সবচেয়ে ভালো ব্যাপার এই যে SKMEI ব্র্যান্ডের ওয়াচ গুলোর প্রাইজ রেঞ্জ শুরু হয়েছে মাত্র ১০০০ টাকা থেকে।
SKMEI কোম্পানিটির পথচলা শুরু হয়েছে ২০১০ সালে এবং ইতিমধ্যে ২২০ টি দেশে রেজিস্ট্রেশন ও ১৬০ টি দেশে তাদের তৈরিকৃত ঘড়ি ডিস্ট্রিবিউট করছে। বর্তমানে প্রতি মাসে তাদের ঘড়ি উৎপাদনের সংখ্যা ১ মিলিয়ন।
বাংলাদেশে তাদের ঠিকানা
59/24, Sugandha Plaza(4th Floor), Patuatuly, Dhaka – 1100
Phone: +8801915-906506
Whatsapp: +8801915-906506
Email: [email protected]
OLEVS
OLEVS ব্র্যান্ডের যাত্রা শুরু হয় ১৯৯৯ সাল থেকে। এটি হংকং-এ প্রতিষ্ঠিত একটি ব্র্যান্ড এবং ঘড়ির উপর ফোকাস করে গড়ে তোলা হয় উক্ত কোম্পানিটিকে।
অফিসিয়াল সকল লোকের কাছে বা যারা একটু Formal Watch পছন্দ করেন তাদের জন্য আদর্শ ব্র্যান্ড হলো OLEVS। কারন উক্ত ব্র্যান্ডের তৈরি ঘড়ি গুলো তৈরি করাই হয় ফর্মাল লোকেদের টার্গেট করে এবং তাদের তৈরি ঘড়ি কাটা গুলো হয় খুবই স্লিম যা দেখতে বেশ দারুন লাগে।
তাছাড়া তাদের কালেকশনে থাকা ম্যাকানিকাল ওয়াচ গুলো যেকারো আকর্ষক কাড়তে সক্ষম এবং OLEVS ব্র্যান্ডের ঘড়ির দাম শুরু হয়েছে মাত্র ১৪৫০ টাকা থেকে।
বাংলাদেশে তাদের ঠিকানা
Patuatuli, Dhaka
Phone: +8801890-678181
Email: [email protected]
NAVIFORCE
Naviforce হল খুব জনপ্রিয় ঘড়ির ব্র্যান্ড যা Guangzhou Xiangyu Watches Co. Ltd দ্বারা পরিচালিত হয়। ২০১৩ সালে প্রতিষ্ঠিত, কোম্পানিটি R&D, ক্রস-বর্ডার ঘড়ির উৎপাদন ও বিক্রয়ের গড়ে তোলা হয়। বর্তমানে বিশ্বের বহু দেশে উক্ত ব্র্যান্ডের ঘড়ির চর্চা লক্ষনীয়।
দেখতে খুবই প্রিমিয়াম মানের ঘড়ি গুলোর প্রাইজ রেঞ্জ শুরু হয়েছে মাত্র ১৫০০ টাকা থেকে। যারা একটু ক্যাজুয়াল ও কোরিওগ্রাফি ধরনের স্ট্যাইলিস ওয়াচ পছন্দ করেন তাদের জন্য এটা অন্যতম সেরা পছন্দ হতে পারে।
বাংলাদেশে তাদের অবস্থান
Purana Paltan, Dhaka-1000
Mobile: +8801841688821
Email: [email protected]
CURREN
যারা একটু বাজেটের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ওয়াচ চান তাদের জন্য সঠিক পছন্দ হয়ে উঠবে CURREN ব্র্যান্ড। কারন তাদের HUGE কালেকশন আপনার চোখ ধাধিয়ে দিবে যেখানের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো ফর্মাল ও ক্যাজুয়াল ধরনের ওয়াচ গুলো।
বিগত ৫ বছর ধরে তাদের কার্যক্রম ও প্রোডাক্টের মাধ্যমে ক্রেতা সন্তুষ্টি অর্জন করতে সক্ষম। তাদের লক্ষ্য অল্প মূল্যের মধ্যে ভালো মানের ওয়াচ ডিস্ট্রিবিউট করার মাধ্যেম সকল শ্রেনীর মানুষের সন্তুষ্টি অর্জন করা। যার কারনে মাত্র ১২০০ টাকা থেকেই শুরু হয় CURREN ব্র্যান্ডের Watch এর মূল্য।
বাংলাদেশে তাদের অবস্থান
Currenwatchbangladesh.com
Telephone: 01972830044
Email: [email protected]
LIGE
যাদের পছন্দ একটু বেশি কোরিওগ্রাফি সম্পন্ন ঘড়ি যেখানে থাকবে অনেক বেশি ফিচার্স ও বেশি ডিটেইলস তাদের LIGE ব্র্যান্ডের ওয়াচ গুলো বেশ পছন্দ হবে। উক্ত ক্যাটাগরিতে Best Budget Watch Brand অনায়াসেই বলা আয় LIGE কে।
যার কারনে মাত্র ১৪০০ টাকা থেকে শুরু হয়েছে LIGE ব্র্যান্ডের ওয়াচ গুলোর প্রাইজ রেঞ্জ। তবে অনলাইন থেকে না নিয়ে যদি অফলাইন মার্কেট (যেমন: বাইতুল মোকারম বা গুলিস্থান অথবা যেকোনো জনপ্রিয় শপিং মল) তাহলে আরেকটু কম দামেও কিনতে পারবেন উক্ত ব্র্যান্ডের ওয়াচ গুলো।
বাংলাদেশে তাদের অবস্থান
wristwatchbd.com/LIGEWatchBD
Telephone: 01972830044
Email: [email protected]
পরিশেষে কিছু কথা
অতঃপর এই ছিলো Top 5 Watch Brands in Bangladesh সংক্রান্ত বিস্তারিত আর্টিকেল যেখানে চিহ্নিত করা হয়েছে দেশে পাওয়া যায় এমন ওয়াচ ব্র্যান্ড গুলোর মধ্যে সেরা ৫ টি ব্র্যান্ডকে। এবং সবশেষে উল্লেখিত বিষয় এই যে, উপরক্ত ব্র্যান্ড গুলো থেকে যেকোনো ঘড়ি কিনলেই থাকছে ১২ মাসের ওয়ারেন্টি।