বেনজিন থেকে কীভাবে ফেনল প্রস্তুত করা যায়?

ডাউ পদ্ধতিতে বেনজিন থেকে ফেনল উৎপাদন

ডাউ পদ্ধতিতে প্রথমে বেনজিনকে শুষ্ক AlCl3 অথবা, শুষ্ক FeCl3 প্রভাবকের উপস্থিতিতে Cl2 এর সাথে প্রতিস্থাপন বিক্রিয়া দ্বারা ক্লোরোবেনজিন উৎপন্ন করা হয়। পরে ঐ ক্লোরোবেনজিনকে 10% NaOH দ্রবণের সাথে 150 atm চাপে ও 400°C তাপমাত্রায় উত্তপ্ত করলে সোডিয়াম ফিনক্সাইড বা ফিনেট লবণ উৎপন্ন হয়। শেষে ঐ সোডিয়াম ফিনেট লবণকে গাঢ় HCI এসিডসহ 182°C তাপমাত্রায় পাতন করলে পাতিত তরলরূপে ফেনল পাওয়া যায়।

ডাউ পদ্ধতিতে বেনজিন থেকে ফেনল উৎপাদন
ডাউ পদ্ধতিতে বেনজিন থেকে ফেনল উৎপাদন

কিউমিন পদ্ধতিতে বেনজিন থেকে ফেনল উৎপাদন

প্রথমে পেট্রোলিয়াম থেকে উৎপাদিত বেনজিন বাষ্প ও প্রোপিন থেকে ফ্রিডেল ক্র‍্যাফট বিক্রিয়ার মাধ্যমে কিউমিন প্রস্তুত করা হয়। এ বিক্রিয়ায় 250°C তাপমাত্রা এবং 30atm চাপ এবং প্রভাবকরুপে H3PO4 ব্যবহার করা হয়।

উৎপন্ন কিউমিনকে 130°C তাপমাত্রায় উত্তপ্ত কোবাল্ট প্রভাবক সহ অক্সিজেন দ্বারা জারিত করে কিউমিন হাইড্রোপারঅক্সাইডে এবং পরে তাকে লঘু H2SO4 দ্বারা আর্দ্র বিশ্লেষিত করলে ফেনল ও এসিটোন পাওয়া যায়।

কিউমিন পদ্ধতিতে বেনজিন থেকে ফেনল উৎপাদন
কিউমিন পদ্ধতিতে বেনজিন থেকে ফেনল উৎপাদন।

(বেনজিন থেকে ফেনল উৎপাদন এই প্রশ্ন আসলে উপরের যেকোনো একটা পদ্ধতি বর্ণনা করলেই হবে। তবে ডাউ পদ্ধতিতে উৎপাদনের প্রশ্ন বেশি আসে।)