বেনজিন প্রস্তুতি বর্ণনা কর।

নিচে বেনজিনের তিনটা প্রস্তুতি বর্ণনা করা হল। পরীক্ষায় যদি ২ মার্কের প্রশ্ন আসে, যেমন- পরীক্ষাগারে বেনজিন প্রস্তুত করবে কীভাবে? সেক্ষেত্রে ২ এবং ৩ নং পদ্ধতির যেকোনো একটা লিখলেই হবে। তবে পরীক্ষাগার না এসে যদি শুধুমাত্র ‘বেনজিন প্রস্তুত করবে কীভাবে?’ আসে সেক্ষেত্রে যেকোনো একটা লিখলেই হবে।

১. ইথাইন বা অ্যাসিটিলিনের পলিমারকরণ দ্বারা বেনজিন প্রস্তুতি

ইথাইন বা অ্যাসিটিলিন কে 70°C তাপমাত্রায় অরগানো নিকেল প্রভাবকের উপর দিয়ে চালনা করলে বেনজিন উৎপন্ন হয়।

ইথাইন বা অ্যাসিটিলিনের পলিমারকরণ দ্বারা বেনজিন প্রস্তুতি

আবার ইথাইন বা অ্যাসিটিলিন কে 400°C তাপমাত্রায় উত্তপ্ত লোহার নলের ভেতর দিয়ে চালনা করলেও বেনজিন উৎপন্ন হয়।

ইথাইন বা অ্যাসিটিলিনের পলিমারকরণ দ্বারা বেনজিন প্রস্তুতি

২. বেনজোয়িক এসিডের লবণ হতে বেনজিন প্রস্তুতি

বেনজোয়িক এসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ কে সোডালাইম সহ উত্তপ্ত করলে বেনজিন উৎপন্ন হয়।

বেনজোয়িক এসিডের লবণ হতে বেনজিন প্রস্তুতি

৩. ফেনল হতে বেনজিন প্রস্তুতি

ফেনল কে জিংকচূর্ণের সাথে পাতন করলে বেনজিন উৎপন্ন হয়।

ফেনল হতে বেনজিন প্রস্তুতি

টলুইন থেকে বেনজিন প্রস্তুতি

টলুইন কে প্রথমে তীব্র জারক যেমন, অম্লীয় পটাশিয়াম ডাই ক্রোমেট অথবা ফুটন্ত নাইট্রিক এসিড দ্বারা জারিত করে বেনজোয়িক এসিডে পরিণত করা হয়। উৎপন্ন বেনজোয়িক এসিডকে সোডিয়াম হাইড্রোক্সাইড এর সাথে বিক্রিয়া করে সোডিয়াম বেনজোয়েট লবণে পরিনত করা হয়। সোডিয়াম বেনজোয়েট লবণকে সোডালাইম সহ উত্তপ্ত করলে বেনজিন উৎপন্ন হয়।

টলুইন থেকে বেনজিন প্রস্তুতি

বেনজিন এর ব্যবহার

বেনজিনের ব্যবহার নিচে দেয়া হল-

  • বেনজিনকে প্রধানত বিভিন্ন জৈব যৌগ প্রস্তুতির মধ্যবর্তী যৌগ হিসেবে ব্যবহার করা হয়।
  • বেনজিনকে দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়।
  • বিভিন্ন ধরনের রঙ প্রস্তুতিতে বেনজিন ব্যবহৃত হয়।
  • বিভিন্ন ধরনের কীটনাশক, বিস্ফোরক, বিশেষ ধরনের রাবার উৎপাদনে বেনজিন ব্যবহার করা হয়।
  • জ্বালানি তেলে এডিটিভ হিসেবেও ব্যবহার করা হয়।


বেনজিন কি ধরনের পদার্থ

বেনজিন এক ধরনের বর্ণহীন, অতি দাহ্য, সুগন্ধযুক্ত জৈব যৌগ। সাধারন তাপমাত্রায় এটি তরল হিসেবে থাকে।

বেনজিন কি উদ্বায়ী পদার্থ

হ্যাঁ, বেনজিন উদ্বায়ী পদার্থ।

বেনজিন এর ক্ষতিকর দিক

সামান্য পরিমাণে বেনজিনও মানব দেহের জন্য খুবই ক্ষতিকর-

  • বেনজিন একটি কারসিনোজেনিক পদার্থ । অর্থাৎ এটি ক্যান্সার হওয়ার অন্যতম একটি মাধ্যাম।
  • বোনম্যারো ধ্বংস করতে পারে।
  • হার্টের রোগ হতে পারে।
  • ডিএনএ ধ্বংস করতে পারে।

বেনজিনের জাতক

বেনজিনের যে ছয়টি হাইড্রোজেন আছে এগুলো কে অন্য কোন মৌল বা কার্যকরী মূলক দ্বারা প্রতিস্থাপন করলে বেনজিনের জাতক পাওয়া যায়। যেমন, টলুইন, ফেনল, অ্যানিলিন, অ্যাসিটোন ইত্যাদি।

বেনজিন সম্পর্কিত অন্যান্য প্রশ্ন-

অ্যারোমেটিকরণ বা রিফরমিং (Reforming) বিক্রিয়া কি?

বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ কেন?

অ্যারোমেটিক যৌগ কাকে বলে?