প্যারাসিটামলের গাঠনিক সংকেত কি?

4-(অ্যাসিটাইল অ্যামিনো) ফেনল কে প্যারাসিটামল বলা হয়। এর গাঠনিক সংকেত নিম্নরূপ-

প্যারাসিটামলের গঠন।
প্যারাসিটামল

প্যারাসিটামলের প্রস্তুত প্রণালী

পরীক্ষাগারে প্যারাসিটামল প্রস্তুতিতে প্রথমে ফেনলকে H2SO4 ও NaNO3 মিশ্রণ দ্বারা কক্ষ তাপমাত্রায় নাইট্রেশন করলে অর্থো নাইট্রো ও প্যারা নাইট্রো ফেনল এ পরিণত হয়। প্যারা নাইট্রো ফেনলকে আংশিক কেলাসনে অর্থো-সমাণু থেকে পৃথক করার পর সোডিয়াম বোরোহাইড্রাইড (NaBH4) বা, H2(Ni) দ্বারা নাইট্রো মূলককে বিজারিত করে 4-অ্যামিনো ফেনল এবং পরে এটিকে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড [(CH3CO)2O বা, Ac2O] সহ অ্যাসিটাইলেশন করে প্যারাসিটামল প্রস্তুত করা হয়।

প্যারাসিটামল প্রস্তুতি
প্যারাসিটামল প্রস্তুতি।

প্যারাসিটামলের ব্যবহার

১. মৃদু ব্যাথানাশক হিসেবে ব্যবহার করা হয়।

২. জ্বর নিবারক হিসেবে সব চেয়ে বেশি ব্যবহৃত ওষুধ হল প্যারাসিটামল।

৩. প্রদাহজনিত ফুলে যাওয়া বা অ্যান্টি ইনফ্ল্যামেটরি ওষুধ হিসেবেও বহুল ব্যবহৃত হয়।