STP কী
STP এর পূর্ণ অভিব্যক্তি হলো- Standard Temperature and Pressure বা আদর্শ তাপমাত্রা ও চাপ। সাধারণত 0°C বা 273 K উষ্ণতাকে আদর্শ বা প্রমাণ তাপমাত্রা এবং 1 atm বা 1.01325 × 105 Nm-2 চাপকে আদর্শ বা প্রমাণ চাপ ধরা হয়। প্রমাণ অবস্থায় 1 মোল গ্যাসের আয়তন 22.4 L।
আরও পড়ুন-SATP কী