কার্বোনিয়াম আয়নের স্থায়ীত্বের ক্রম লিখ।
কার্বক্যাটায়নসমূহ ইলেকট্রন ঘাটতি মূলক বলে এরা খুবই অস্থায়ী। তবে কার্বক্যাটায়নের সঙ্গে ইলেকট্রন দানকারী অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকলে তার সুস্থিতি বেড়ে যায়।
কারণ অ্যালকাইল গ্রুপ হাইপারকনজুগেশনের মাধ্যমে কার্বক্যাটায়নের ধনাত্মক চার্জযুক্ত কার্বনের দিকে ইলেকট্রন ঠেলে দেয়। ফলে এর ধনাত্মক চার্জ খানিকটা প্রশমিত হয় এবং কার্বক্যাটায়নের সুস্থিতি বৃদ্ধি পায়। কেননা এতে স্থিতিশক্তি হ্রাস পাওয়ায় স্থায়িত্ব বাড়ে।
কার্বক্যাটায়নের ধনাত্মক কার্বনের সাথে ইলেকট্রন দাতা অ্যালকাইল গ্রুপ যতো বেশি যুক্ত থাকবে তার সুস্থিতি ততো বেশি হবে।
যেমন, প্রাইমারি (1º) কার্বক্যাটায়নের চেয়ে সেকেন্ডারি (2°) কার্বক্যাটায়ন বেশি সুস্থিত। আবার সেকেন্ডারি (2°) কার্বক্যাটায়নের চেয়ে টারসিয়ারি (3°) কার্বক্যাটায়ন বেশি সুস্থিত। অতএব এদের সুস্থিতির ক্রম নিম্নরূপ-
কার্বোনিয়াম আয়নের স্থায়ীত্বের ক্রম নিচে দেয়া হল-
কার্বোনিয়াম আয়ন সম্পর্কিত অন্যান্য প্রশ্ন –