সাইয়েন্টিফিক ক্যালকুলেটরের দাম ২০২৩
ক্লাস ৮ টপকিয়ে যখনই ক্লাস ৯ এ উঠা হয় সাইন্স ব্যাকগ্রাউন্ডের প্রতিটা শিক্ষার্থীর মনে প্রথম যে কথাটা আসে তা হলো: “এখন থেকে আর ব্যাসিক ক্যালকুলেটরে হচ্ছে না, প্রয়োজন সাইয়েন্টিফিক ক্যালকুলেটর।” আর তখনই তারা ব্যস্ত হয়ে যায় কোন সাইয়েন্টিফিক ক্যালকুলেটরটি বেশি ভালো হবে এবং সেগুলোর দাম কত?
বর্তমানে কেবল সাইন্স ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীই নয় বরং সকল বিভাগের শিক্ষার্থীরা ম্যাথের কঠিন সমস্যার সহজ সমাধানের জন্য বেছে নেয় সাইয়েন্টিফিক ক্যালকুলেটর। আজকে জানবো ২০২২ এ বর্তমান মার্কেট প্রাইজ অনুযায়ী সাইয়েন্টিফিক ক্যালকুলেটরের দাম কত সেই বিষয়ে।
সাইয়েন্টিফিক ক্যালকুলেটর সিলেকশনের ক্ষেত্রে আমরা বেশ কিছু Citeria অনুসরণ করবো। যেগুলো হচ্ছে: ক্যালকুলেটরের ব্র্যান্ড (যেমন – CASIO, CITIPLUS, CITYONE), ধরন, প্রাইজ, ব্যবহার সহ আরো অনেক কিছু।
সাইয়েন্টিফিক ক্যালকুলেটরের দাম
Citiplus Fx-100Ms Scientific Calculator for Students ৪৯০
CITY ONE FX-991MS Scientific Calculator for Students ৪৬০
Casio FX-82MS-2 AAA × 1 (R03) – Size Battery Power Scientific Calculator ১১০০
FX-991ES PLUS Scientific calculator ৬৭৮
Casio FX-991ES PLUS-2 Solar and Battery Powered ২১৫০
৫ টি সেরা সাইয়েন্টিফিক ক্যালকুলেট রিভিউ
Citiplus Fx-100Ms Scientific Calculator for Students
অল্প দামের মধ্যে ১০০এমএস ধরনের ক্যালকুলেটর অনেকেরই চাহিদা। উক্ত চাহিদা পূরণ করতে CITIPLUS ব্র্যান্ড তাদের FX-100MS মডেলের সাইন্টিফিক ক্যালকুলেটরটি নিয়ে এসেছে অনেক আগে থেকেই। ব্যাসিক ক্যালকুলেটের জন্য ৪০১ ফাংশন সম্পন্ন এই ক্যালকুলেটরটি পাওয়া যাবে মাত্র ৪৯০ টাকায়। সময় ও মার্কেটপ্লেসের অনুসারে দাম কিছুটা উঠা নামা করতে পারে।
ব্যাটারিতে চলিত ক্যালকুলেটরটি ১২ ডিজিটের প্লাস্টিক কী দিয়ে আবরন করা। মাল্টিপল ডিসপ্লে, ডিজিট সেপারেশন ক্যালকুলেটরের বাহ্যিক লুককে দিয়েছে অন্যরকম মাত্রা। কাস্টমার সেটিস্ফিকশনের কথা বললে দারাজ এখন অব্দি উক্ত পন্যের রেটিং ৪.৭ রয়েছে ওভারল ৫ এর মধ্যে যেখানে রেটিং দেয়া হয়েছিলো মোট ২০০+ ক্রেতার।
CITY ONE FX-991MS Scientific Calculator for Students
আপনি যদি MS ক্যাটাগরির মধ্যেই ৯৯১ ভার্সন চেয়ে থাকেন তবে সেটি অফার করছে আরেকটি জনপ্রিয় ব্র্যান্ড CITYONE তারা উক্ত ক্যালকুলেটরে দিচ্ছে ৬ মাসের ওয়ারেন্টি। পূর্বে আলোচনা করেছিলেন 100MS নিয়ে এবার ফিচার্স সম্পর্কে জানাবো 991MS এর। এখানে বেশ কিছু হাইলাইটেড ফিচার্স লক্ষ্য করা যায় যা 100MS এর মধ্যে ছিলো না। Cityone ব্র্যান্ডের FX-991MS সাইন্টিফিক ক্যালকুলেটরের স্পেসিফিকেশন গুলো হলো –
- Brand: CITY ONE
- Origin: China
- Model : FX-991MS
- Power: Battery & Solar
- 401-Functions
- Colour – Black
- Type: Scientific
- Display Digits:12 Digits
- Key Type: Plastic Keys
- Fraction calculations
- Digit separator
- Multiline display
- Additional functions
- Spreadsheet calculations
দাম নিয়ে বললে, বর্তমানে অনলাইনে ই-কমার্স মার্কেটপ্লেস দারাজে ৪৬০ টাকায় পাওয়া যাচ্ছে অরিজিনাল ক্যালকুলেটরটি। যেখানে ক্রেতাদের রেটিং অনুযায়ী ৪.৮/৫ রেটিং লক্ষ্য করা গেছে। প্রতিটা ইউজারের রিভিউ গুলো বেশ পজিটিভ ছিলো উক্ত পণ্যের ক্ষেত্রে।
Casio FX-82MS-2 AAA × 1 (R03) – Size Battery Power Scientific Calculator
দেখতে খুবই সুন্দর আরেকটি ক্যাসিওয়ের ক্যালকুলেটর নিয়ে আলোচনা করবো। এটি হলো MS ক্যাটাগরির 82 ভার্সন। একেক মানুষ একেক কাজের জন্য ক্যালকুলেটর ব্যবহার করে থাকে। এটা যেমন শিক্ষার্থীরা ম্যাথ করতে ব্যবহার করে তেমনই অফিসিয়াল লোকেরা এটাকে ফাইন্যান্সিয়াল হিসাব নিকাশের কাজেও ব্যবহার করে থাকে। তাই এবার সকলের ব্যবহারের দিক স্মরন রেখেই ক্যাসিও FX-82MS মডেলের ক্যালকুলেটরটি বাজারে এনেছে।
যেখানে সকল সুবিধা একটি পণ্যতে থাকবে সেখানে কোনো অসুবিধা থাকবে না এটা মোটেও হওয়ার নয়। বেশ কিছু ক্রেতার থেকে এই ফিডব্যাক পাওয়া গেছে যে উক্ত পণ্যের ডিসপ্লে কোয়ালিটি তেমন একটা ভালো নয়। তবে থাইল্যান্ডের তৈরি হওয়া অরিজিনাল ক্যালকুলেটরটিতে অন্য কোনো ধরনের সমস্যা পাওয়া যায়নি। ইউজার রেটিং রয়েছে ৪.৬/৫ দারাজের মতে। তাছাড়া বাকি সব ফিচার্স 100MS এর মতই।
বর্তমানে Casio FX-82MS-2 AAA × 1 (R03) ক্যালকুলেটরটির অনলাইন মূল্য ১১০০ টাকা যা লোকাল দোকান গুলোতে কিছুটা কম বেশি হতে পারে।
FX-991ES PLUS Scientific calculator
Casio ব্র্যান্ডের 991ES ক্যাটাগরির FX-991ES plaus সাইন্টিফিক ক্যালকুলেটরটি বর্তমান অনলাইন বাজারে ৬৭৮ টাকায় পাওয়া যাচ্ছে, অন্যদিকে লোকাল বাজারেও ৬৫০ থেকে ৭০০ টাকার আশেপাশের প্রাইজরেঞ্জের মধ্যে পাওয়া যাচ্ছে।
১২ টি ডিজিট ও প্লাস্টিক বডির ক্যালকুলেটরটিতে রয়েছে একটি ব্যাটারি ও সোলার সিস্টেম। থাইল্যান্ডের থেকে তৈরিকৃত পণ্যটি পাওয়া যাবে সিলভার রঙের। থাকছে লোকাল ভাবে ৩ বছরের ওয়ারেন্টি।
আপনি যদি অনলানে ইউজার সেটিস্ফিকশনের দিকে নজর দিয়ে থাকেন তবে দেখা যাবে উক্ত পণ্যটিতে রয়েছে ৪.৭ / ৫ রেটিংস যা যথেষ্ট ভালো আমার মতে। একটি পণ্য ব্যবহারের উপর ক্রেতারা এসব রেটিং গুলো দিয়ে থাকে।
Casio FX-991ES PLUS-2 Solar and Battery Powered
ক্যালকুলেটর ওয়ার্ডের সবচেয়ে জনপ্রিয় ও কিং ব্রান্ড হলো CASIO; উক্ত ব্রান্ডের প্রায় সব কয়টি ক্যালকুলেটর কেনার ক্ষেত্রে ক্রেতারা নিশ্চিন্তে ভরসা করতে পারে। তবে কথায় আছে না, “জিনিস যেটা ভালো, দাম তার একটু বেশি” ঠিক একই কথা বলা যায় এই সাইয়েন্টিফিক ক্যালকুলেটরের ক্ষেত্রেও। অনলাইন মার্কেটপ্লেসে যার বর্তমান মূল্য ২১৫০ টাকা। লোকাল মার্কেটেও Casio FX-991ES plus 2 calculator টি পেয়ে যাবেন ২০০০ টাকার আশেপাশের প্রাইজরেঞ্জে।
LCD ডিসপ্লেতে রয়েছে ১২ টি ডিজিট যেখানে ৪১৭ টি ফাংশনের সাহায্যে গাণিতিক সমস্যার সমাধান ঘটানো যাবে। পাওয়ার সাপ্লাইয়ের জন্য রয়েছে একটি ব্যাটারি সাথে সোলার সিস্টেমও। থাকছে ৩ বছরের লোকা সেলার ওয়ারেন্টি। তাছাড়া আরো অন্যান্য ফিচার্স গুলো দেখে নিন এক নজরে:
- Basic Mathematical Functions
- Table Generation
- Base-n calculation
- Scientific Constants
- Vector
- Basic Statistics
- Differentiation
- Non Graphing
- Matrix
- Equation
- Integration
- Complex number calculation
- Comes with new slide-on hard case
- Size (H x W x D): 11.1 x 77.0 x 161.5 mm
- Weight: 95g
দারাজের ইউজার এক্সপ্রিরিয়ান্স মোতাবেক উক্ত ক্যালকুলেটরটি ৪.৬ রেটিংস নিয়ে আছে ৫ এর মধ্যে যেখানে ১৬০+ ক্রেতার মতামত রয়েছে।
সাইন্টিফিক ক্যালকুলেটর কেনার ক্ষেত্রে সচেতনতা
আলোচনা করছিলাম সাইন্টিফিক ক্যালকুলেটরের দাম ও সেগুলোর স্পেসিফিকেশন নিয়ে। বর্তমানে প্রতিটা ভালো জিনিসের কপি বাংলাদেশে লক্ষনীয় হয়। সেই সুবাদে উপরে উল্লেখিত পণ্য গুলোর ব্র্যান্ড বেশ নামকরা ও প্রোডাক্ট গুলো চাহিদা সম্পন্ন হওয়ার এগুলোর বেশ কিছু কপি ভার্সন বাজারে পাওয়া যায়। ক্যালকুলেটর কেনার আগে উপরের প্যাকেটে থাকা বারকোড স্ক্যান করে দেখে নিবেন সেটি আসল কি-না। তাছাড়া কপি গুলোতে প্রাইজ অস্বাভাবিক মাত্রায় কম হয়ে থাকে। তাই সল্প মূল্যের কপি পণ্য কেনার থেকে একটু বেশি দাম দিয়ে অরিজিনাল পণ্য কেনাই হবে বুদ্ধিমানের কাজ।