SATP কী
প্রমাণ বায়ুমণ্ডলীয় তাপমাত্রা ও চাপ তথা Standard Ambient (Atmospheric) Temperature & Pressure-কে সংক্ষেপে SATP বলে। সাধারণভাবে বিশ্বব্যাপি বিবেচিত কক্ষ তাপমাত্রা অর্থাৎ, 25° সে. তাপমাত্রা এবং বায়ুমণ্ডলীয় চাপ অর্থাৎ, 1.0 atm বা 1.01325 × 105 Nm-2 চাপকে প্রমাণ বায়ুমণ্ডলীয় তাপমাত্রা ও চাপ তথা S.A.T.P ধরা হয়। SATP-তে 1.0 mole গ্যাসের আয়তন 24.8 L।
আরও পড়ুন-STP কী