দামের সাথে যোগানের পরিমাণের সম্পর্ক সমমুখী- ব্যাখ্যা কর
উত্তর: কোনো দ্রব্যের দামের সাথে তার যোগানের সম্পর্ক সমমুখী। দ্রব্যের দাম বাড়লে যোগানের পরিমাণ বাড়ে এবং দাম কমলে যোগানের পরিমাণ কমে। স্বাভাবিক অবস্থায় দামের সাথে যোগানের সমমুখী সম্পর্কের কারণে যোগান রেখা বামদিক হতে ডানদিক ঊর্ধ্বগামী হয়। অর্থাৎ দামের সাথে যোগানের পরিমাণের সম্পর্ক সমমুখী।