তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা ব্যাখ্যা কর।
কোন পদার্থ থেকে অনবরত, স্বতস্ফুর্তভাবে আলফা, বিটা বা গামা রশ্মি নির্গত হওয়ার ঘটনা কে তেজস্ক্রিয়তা বলে।
যখন কোন পদার্থ থেকে আলফা, বিটা বা গামা রশ্মি নির্গত হয় তখন সেই পদার্থের নিউক্লিয়াস ভেঙ্গে গিয়ে সম্পূর্ণ নতুন পদার্থে পরিণত হয়।
যেমন, তেজস্ক্রিয় অ্যাক্টিনিয়াম থেকে বিটা রশ্মি নির্গত হয়ে থোরিয়ামে পরিণত হয়। অর্থাৎ নিউক্লিয়াস পরিবর্তন হয়েছে।
সুতরাং বলা যায় যে, তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা।
তেজস্ক্রিয়তা সম্পর্কিত অন্যান্য প্রশ্ন-