পরিমাণগত উপযোগ ও পর্যায়গত উপযোগ একই নয়— ব্যাখ্যা কর।
উত্তর: পরিমাণগত উপযোগ ও পর্যায়গত উপযোগ একই নয়। পরিমাণগত উপযোগ পদ্ধতিতে একটি দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগকে পরস্পর যোগ করে মোট উপযোগ পরিমাপ করা হয়। অন্যদিকে বিভিন্ন দ্রব্য ভোগ থেকে পর্যায়গতভাবে উপযোগ পরিমাপ করা হলে তাকে পর্যায়গত উপযোগ বলে। পর্যায়গত উপযোগের মাধ্যমে কেবল ভোক্তার বিভিন্ন দ্রব্যের প্রতি অবস্থানগত পার্থক্য বিবেচনা করা যায় ।