পোর্টেবল মিনি স্পিকারের দাম ২০২৩। Portable Mini Speaker price in Bangladesh
বন্ধুদের সাথে কোথায় ভ্রমণে বের হওয়া হোক বা অবসর সময়ে গান শোনা একটি স্পিকার থাকলে আমেজটাই হয় অন্যরকম। বহন করতে সুবিধা হওয়ায় বর্তমান সময়ে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে বিভিন্ন ধরনের পোর্টেবল মিনি স্পিকার গুলো। মিউজিকের উপর আকর্ষণ আছে আর আপনার কাছে একটা স্পিকার নেই এটা অমানন্সই। ভালো সাউন্ড আউটপুট দেয়া স্পিকারের দাম যেখানে আকাশ ছোয়া যেখানে স্বার্ধের মধ্যে বাজেট ফ্রেন্ডলি পোর্টেবল মিনি স্পিকার ই যেনো সকল মিউজিক প্রেমীদের ভরসা।
আপনাদের চাহিদা আমরা বুজি আর তাই তো বেস্ট বাজেট ফ্রেন্ডলি বেশ কিছু পোর্টেবল মিনি স্পিকারের দাম, মান, স্পেসিফিকেশন এবং শর্ট রিভিউয়ের মাধ্যমে সাজিয়েছি উক্ত আর্টিকেল। এখানে থাকা প্রতিটা পোর্টেবল মিনি স্পিকারই বাংলাদেশের বাজারে খুব সহজেই পেয়ে যাবেন। পাশাপাশি যেগুলো পাওয়া যাবে দেশিও ই-কমার্স প্লাটফর্ম গুলোতেও। তাই সময় অপচয় না করে দেয়া নেয়া যাক সেরা কিছু পোর্টেবল মিনি স্পিকার সম্পর্কে।
পোর্টেবল মিনি স্পিকারের দাম
আপনার সময় বেশ মূল্যবান তাই প্রথমেই জানিয়ে দিচ্ছি উক্ত আর্টিকেল কোন পোর্টেবল মিনি স্পিকার গুলো নিয়ে আলোচনা করা হবে এবং সেগুলোর দাম সম্পর্কে। ২০২২ সালে মার্কেট প্রাইজ এনালাইসিস করে উক্ত প্রাইজিং সম্পর্কে ধারনা দেয়া হয়েছে। লোকাল মার্কেট ও অনলাইন ই-কমার্স প্লাটফর্মে সার্ভিস ভেদে দাম কিছুটা উঠা নামা করতে পারে। নিম্মে এক নজরে পোর্টেবল মিনি স্পিকারের দাম গুলো দেখে নিন।
প্রোডাক্টের নাম ও মডেল | প্রোডাক্টের মূল্য |
WS-887 Mini Speaker Metal (5 Colour) FM/AUX/BLUETOOTH/SD CARD/USB | ৳ 293 |
GTS 1346 Wireless Bluetooth Rechargeable Speaker EXTRA BASS | ৳ 316 |
M3 Mini Metal Portable Wireless Bluetooth Speaker Multi Color | ৳ 368 |
Lenovo L01 Portable Bluetooth Waterproof Speaker | ৳ 560 |
সেরা 5 টি পোর্টেবল মিনি স্পিকার রিভিউ ও স্পেসিফিকেশন
WS-887 Mini Speaker Metal body
এটা হলো আমাদের রিভিউ ইউনিটের সবচেয়ে কম দামী পোর্টেবল মিনি স্পিকার। মাত্র ২৯০ টাকায় WS-887 মিনি স্পিকারটি পেয়ে যাবেন যেকোনো লোকাল শপ ও অনলাইন ই-কমার্স প্লাটফর্মে। ৫ টি ভিন্ন ভিন্ন কালারের স্পিকারটি পাওয়া যাবে Metel বডিতে।
যার bluetooth সার্ভন V4.0 যা কি-না ১৫ মিটার অব্দি দুরুত্বেও কানেক্ট থাকতে সক্ষম ফোন বা অন্যান্য ডিভাইসের সাথে। মিনি স্পিকারটি ব্যাটারি ক্যাপাসিটি 820mAh; TF card and USB port থাকছে স্পিকারেই। থাকবে ইন-বিল্ড FM radio এবং চলবে মোবাইল, ট্যাবলেট, কম্পিউটার সহ অন্যান্য ব্লুটুথ ডিভাইসে।
সহজে বহনযোগ্য, প্লাগ এন্ড প্লে ফিচার্সের মিনি স্পিকারটি ইউজার সেটিস্ফিকশনের কারনে অনলাইনে ৪.৭/৫ রেটিং নিয়ে ভালোই বাজিমাত করছে। মোট কথা হচ্ছে আপনার চাহিদা যদি থাকে অল্প দামের মধ্যে ভালো মানের পোর্টেবল মিনি স্পিকারের তবে WS-887 Mini Speaker আপনার জন্যই।
GTS 1346 Wireless Bluetooth Rechargeable Speaker
এই পর্যায়ে জানাবো একটি রিচার্জেবল মিনি স্পিকার সম্পর্কে যার সাইজ মাত্র ৩ ইঞ্চি। জিএসটি ১৩৪৬ মডেলের মিনি স্পিকারটি আসছে ওয়্যারলেস সিস্টেমে। যার ব্লুটুথ রেঞ্জ ১০ মিটার অব্দি। এই মিনি স্পিকারে আপনি এসডি কার্ড এবং মাইক্রো ইউএসবি পোর্ট ব্যবহার করতে পারবেন। চার্জ হতে টাইম লাগে ২ ঘন্টা এবং ওই চার্জে স্পিকারটি চলবে ২ ঘন্টার মতন।
ইউজার এক্সপ্রিরিয়ান্স উক্ত স্পিকারের খুব ভালো, অনলাইনে ৩৬০+ জনের দেয়া রেটিং এর মধ্যে ৩০০ জনই ৫ এ ৫ দিয়েছে এবং ওভারল রেটিং ছিলো ৪.৭/৫
M3 Mini Metal Portable Wireless Bluetooth Speaker Multi Color
JBL এর মিনি পোর্টেবল স্পিকারটি আপনার অবশ্যই মন কারবে। ব্লাক কালারের ছোট স্পিকারটি কল রিসিভ সহ ইন বিল্ড মাইক্রোফোন থাকায় আপনি উচ্চ আওয়াজে ফোনেও কথা বলতে পারবেন। সহজে বহনযোগ্য স্পিকারটি কেবল এক ক্লিকেই চালু হয়ে যাবে। ব্যাটারি লাইফ প্রায় ৩ থেকে ৪ ঘন্টা বলে দাবী করলেও ২ ঘন্টার একটু বেশি সময় ধরে অন থাকতে সক্ষম। আপনার যদি Stereo audio শুনতে ভালো লাগে তবে মাত্র ৩৬৮ টাকার মাধ্যমে অনলাইনে ও ৩৫০ থেকে ৪০০ টাকার মধ্যে লোকাল মার্কেট থেকে উক্ত মিনি পোর্টেবল স্পিকারটি পেয়ে যাবেন।
Lenovo L01 Portable Bluetooth Waterproof Speaker
লেনোভো বরাবরই একটি বিশ্বস্ত নাম গ্যাজেটের দিক থেকে। Lenovo L01 মডেলের পোর্টেবল মিনি স্পিকারের দাম মাত্র ৫৬০ টাকা। এবং এই মূল্যে লেনোভো দিচ্ছে ওয়াটারপ্রুভ একটি দারুন স্পিকার যার সাইজ 1.77 x 1.77 x 1.89 ইঞ্চি। স্পিকারটি bluethooth সিস্টেমের পাশাপাশি ইউএসবি ক্যাবলের মাধ্যমেও চলে থাকে।
৪০০ mAh ব্যাটারি যার প্লে টাইম হচ্ছে ৩ থেকে ৪ ঘন্টার মত। ২০ থেকে ২০,০০০ HZ অব্দি ফ্রিকুয়েন্সি আউটপুট দিতে সক্ষম স্পিকারটি। প্রায় ১০ মিটার দুরুত্ব থেকেও করা যায় ওপারেট। দারাজে ইউজার রেটিং আছে বর্তমানে ৪.৫/৫।
পোর্টেবল মিনি স্পিকার কেনার ক্ষেত্রে সচেতনতা
দেখুন দেখে কিনতে পারলে সব ধরনের প্রোডাক্টই ভালো হয়ে থাকে। আপনার বাজেট যদি ২০০ থেকে ১০০০ টাকার মধ্যে হয়ে থাকে তবে উপরে উল্লেখিত স্পিকার গুলোর মধ্যে থেকে যেকোনো একটি বাছাই করে নিতে পারেন। লোকাল মার্কেট এবং অনলাইনে ই-কমার্স প্লাটফর্ম গুলোতে সহজেই পণ্য গুলো পেয়ে যাবেন। উল্লেখ্য যে এসব পণ্যে কোনো ধরনের ওয়ারেন্টি প্রদান করা হয় না। ঠিক ভাবে ব্যবহার করলে অবশ্যই দীর্ঘ সময় ধরে ভালো সার্ভিস পাওয়া যাবে।