p উপস্তরে সর্বোচ্চ ৬টি ইলেকট্রন থাকতে পারে ব্যাখ্যা কর

আমরা জানি, p উপস্তরের জন্য সহকারি কোয়ান্টাম সংখ্যা l এর মান হয় 1, আবার l=1 হলে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান পাওয়া যায়, m = -1, 0, +1, অর্থাৎ p উপস্তরে তিনটি অরবিটাল থাকে। যেহেতু প্রতিটি অরবিটালে সর্বোচ্চ ২টা করে ইলেকট্রন বিপরীতমূখী স্পিনে অবস্থান করে, সুতরাং p উপস্তরে সর্বোচ্চ মোট 3×2 = 6 টি ইলেকট্রন থাকতে পারবে।

আরও পড়ুন-

3f অরবিটাল সম্ভব নয় কেন

কপারের ইলেকট্রন বিন্যাসে ব্যতিক্রম দেখা যায় কেন

Cr এর ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম কেন