অক্টেন নাম্বার (Octane Number) কি?

অক্টেন নাম্বার (Octane Number)

কোনো জ্বালানি, আইসো অকটেন ও n-হেপ্টেনের যে মিশ্রণের সমমান সম্পন্ন সেই মিশ্রণে উপস্থিত আইসো অকটেনের শতকরা আয়তনিক সংযুক্তি প্রকাশক সংখ্যাকে ঐ জ্বালানির অকটেন সংখ্যা বলে।

সুতরাং কোনো একটি জ্বালানি আইসো অকটেন ও n- হেপ্টেনের যে মিশ্রণের সমমান সম্পন্ন সে মিশ্রণে শতকরা যত আয়তন আইসো অকটেন থাকে তাকে ঐ জ্বালানির ‘অকটেন নাম্বার’ বলে।

যেমন, কোনো জ্বালানির কার্য-ক্ষমতা যদি 25% n-হেপ্টেন ও 75% আইসো অকটেনের মিশ্রণের মত হয় তাহলে ঐ জ্বালানির অকটেন সংখ্যা হবে 75।

2,2,4- ট্রাই মিথাইল পেন্টেনের অক্টেন নম্বর শূন্য।
2,2,4- ট্রাই মিথাইল পেন্টেনের অক্টেন নম্বর শূন্য।

একই ধরনের অন্যান্য প্রশ্ন-

অ্যারোমেটিকরণ বা রিফরমিং (Reforming) বিক্রিয়া কি?