তীব্র এসিড তীব্র ক্ষারের প্রশমন তাপ ধ্রুবক কেন?
তীব্র এসিড তীব্র ক্ষারসমূহ জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে (শতকরা একশত ভাগ) স্বতঃস্ফূর্তভাবে বিয়োজিত হয়ে H+ আয়ন এবং OH– আয়ন উৎপন্ন করে। প্রতিটি তীব্র এসিড তীব্রক্ষার দ্রবণে সম্পূর্ণ বিয়োজিত হওয়ায় বিয়োজন ঘটে একই মাত্রায় অর্থাৎ সমমাত্রায়। এ কারণে তুল্য পরিমাণ তীব্র এসিড এবং তুল্য পরিমাণ তীব্র ক্ষার থেকে দ্রবণে সর্বোচ্চ সংখ্যক তথা একই সংখ্যক (6.023 × 1023 টি করে) H+ আয়ন ও OH– আয়ন উৎপন্ন হয়। ফলে প্রত্যেক তীব্র এসিড ও তীব্র ক্ষারের সংযোগে একই সংখ্যক (1 mol 6.023 × 1023 ) H+ আয়ন ও OH– আয়ন পরস্পরকে প্রশমিত করে বলে প্রশমন একই মাত্রায় ঘটে এবং একই পরিমাণ তাপ নির্গত হয়। তাই প্রত্যেক তীব্র এসিড-তীব্রক্ষারের প্রশমন তাপের মান একই অর্থাৎ স্থির এবং এ মানটি হলো – 57.32 kJmol-1।
প্রশমন তাপ সংক্রান্ত অন্যান্য প্রশ্ন-