NaCl এবং MgCl2 এর মধ্যে কোনটি অধিক আয়নিক?

NaCl এবং MgCl2 এর মধ্যে NaCl বা সোডিয়াম ক্লোরাইড বেশি আয়নিক। ফাযানের নীতি অনুসারে ক্যাটায়নের চার্জের সংখ্যা যত বাড়বে যৌগের পোলারায়ন তত বেশি হবে এবং সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে। যেহেতু সোডিয়ামের চার্জের সংখ্যা ১+ এবং ম্যাগনেশিয়ামের চার্জের সংখ্যা ২+ কাজেই MgCl2 এর সমযোজী বৈশিষ্ট বেশি হবে। অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডের তুলনায় ম্যাগনেশিয়াম ক্লোরাইড কম আয়নিক হবে।

আরও পড়ুন-SnCl2 একটি আয়নিক যৌগ কিন্তু SnCl4 সমযোজী কেন?