NaCl অপেক্ষা CuCl এর গলনাংক কম কেন?

Na পরমাণুতে কোন d অরবিটাল নেই কিন্তু Cu পরমাণুতে d অরবিটাল রয়েছে ফলে ফাযানের নীতি অনুসারে CuCl অনুতে পোলারায়নের পরিমাণ বেশি হয় অর্থাৎ CuCl এর সমযোজী বৈশিষ্ট বেশি। এ জন্য NaCl অপেক্ষা CuCl এর গলনাংক কম।

আরও পড়ুন-FeCl2 এর গলনাংক FeCl3 অপেক্ষা বেশি কেন